• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ভিশন ২০৪১ বাস্তবায়নে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে : জেলা প্রশাসক

প্রকাশ:  ২৬ জুলাই ২০২২, ১৪:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের জেলা প্রশাসকের শাহরাস্তিতে প্রথমবারের মতো আগমন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ূন রশিদের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাকসুদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এ অঞ্চলে জন্মগ্রহণ করেছেন-এটি চাঁদপুরবাসীর জন্যে গর্বের বিষয়। শাহরাস্তি-হাজীগঞ্জে বড় ধরনের কোনো সমস্যা নেই শুনে ভালো লাগলো।
বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখানে শাসন করতে আসিনি। সবাইকে নিয়ে সুন্দরভাবে যাতে বসবাস করতে পারি সেই চেষ্টাই করবো। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগগুলো বাস্তবায়ন হলে আর কোনো সমস্যা থাকবে না। ভিশন-২০৪১ বাস্তবায়নে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আসুন আমরা নিজেদের ঘর থেকেই শুরু করি, আমরা প্রত্যেকেই নিজের ঘরের দায়িত্ব নেই। ভালো কাজটি ঘর থেকেই শুরু করতে হবে। ভিশন বাস্তবায়নে আসুন আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করি। আমাদের বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকার কাজ করছে। এ সমস্যা আরও বাড়তে পারে, সেজন্যে আমাদের প্রস্তুতি নিতে হবে। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী সেফালী, পৌর মেয়র হাজী আঃ লতিফ, সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, মুক্তিযুদ্ধা আঃ মান্নান বিএসসি, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা আহসান হাবীব, মেহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার সরকার, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, ওমর ফারুক, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নিখিল চন্দ্র সাহা ও শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ূন কবির।
মতবিনিময় সভার শুরুতেই ইউপি চেয়ারম্যানবৃন্দ ফুল দিয়ে জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলামকে বরণ করে নেন।

 

সর্বাধিক পঠিত