• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ২৭ জুলাই ইউপি নির্বাচন নিয়ে জেলা প্রশাসনের প্রার্থীদের সাথে মতবিনিময়

ভোটে বিজয়ী হতে জণগণের মন জয় করুন : জেলা প্রশাসক কামরুল হাসান

প্রকাশ:  ২১ জুলাই ২০২২, ১১:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে আগামী ২৭ জুলাই মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও, উপাদী উত্তর, কচুয়া উপজেলার কড়ইয়া, শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়ন পরিষদের নির্বাচন-২০২২ উপলক্ষে আচরণবিধি প্রতিপালন সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ জুলাই বুধবার বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কামরুল হাসান সভাপতির বক্তব্যে বলেন, নির্বাচন নিরপেক্ষ হবে। কোনো শঙ্কা নেই। ভোটে বিজয়ী হতে জনগণের মন জয় করুন। আমাদের পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। সুতরাং ভোট কেন্দ্রে ভোটারদের আনতে বাড়ি বাড়ি যান।
তিনি আরো বলেন, আপনারা ভালো থাকবেন এবং পরিবেশ ভালো রাখবেন। একদিনের ভোটের জন্য কেউ কারো প্রতি অসদাচরণ করবেন না। এখন তথ্যপ্রযুক্তির যুগ। কোনো বিষয় গোপন থাকে না। সুতরাং আচরণবিধি মেনে নির্বাচনে অংশ নিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)। নির্বাচনে আচরণবিধি প্রতিপালন সম্পর্কিত বিষয়ে আলোচনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম ফখরুল হোসাইন। উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, জেলা কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন প্রমুখ।
সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা নির্বাচন নিয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

 

সর্বাধিক পঠিত