• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নকল পণ্য বিক্রির দায়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ:  ২০ জুলাই ২০২২, ০৯:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 লোডশেডিংয়ের কারণে ইলেকট্রনিকস (চার্জার ফ্যান বা লাইট) পণ্যের দাম না বাড়ানো এবং নতুন দামের সয়াবিন তেল প্রাপ্তি নিশ্চিত করতে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। ১৯ জুলাই মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের টিম অবৈধভাবে কসমেটিকস বিক্রির দায়ে, মুদি দোকানে মূল্য তালিকা না থাকায়, বিস্কুটের গায়ে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় এবং নকল পণ্য বিক্রির দায়ে অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা অফিসের সহকারী পরিচালক নূর হোসেন।

 

সর্বাধিক পঠিত