• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা

ঈদকে ঘিরে মানুষ যেন হয়রানির শিকার না হয় : জেলা প্রশাসক কামরুল হাসান

প্রকাশ:  ০৫ জুলাই ২০২২, ১০:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই সোমবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ঈদুল আজহা উপলক্ষে মানুষ এখন ঘরমুখী। ঈদকে ঘিরে মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সোচ্চার হতে হবে। তিনি আরো বলেন, ঈদের আগের ৩দিন, ঈদের পরের ৩ এবং ঈদের দিনকে ঘিরে রাতের বেলা নদীতে বাল্কহেড আর সড়কে মোটরসাইকেল চলবে না। এ বিষয়ে আমাদের তৎপর থাকতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), নৌ-পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ ওয়াদুদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন প্রমুখ।
পুলিশ সুপার বলেন, চাঁদপুরে কোরবানি উপলক্ষে ১০৯টি পশুর হাট বসবে। হাটগুলোতে এখনও হাসিলের রেট টানানো হয়নি। ইজারাদারের নেতৃত্বে স্বেচ্ছাসেবকের পোশাক থাকতে হবে। গরুর ব্যবসায়ীরা গাড়িতে ব্যানার লাগাতে হবে। কারণ তারা গরু নিয়ে কোন হাটে যায় ব্যানার না থাকলে বুঝা যায় না। এক হাটের গরু আরেক হাটের ইজারাদার নিয়ে যায়। এ বিষয়ে গরু ব্যবসায়ীরা গত বছর আমাদেরকে অভিযোগ দিয়েছে। এবারও ঈদুল আজহায় অনিয়ম থাকলে ব্যবস্থা নেয়া হবে। আরো ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার থাকবে। এক জেলার মোটরসাইকেল আরেক জেলায় যাবে না। কিশোর গ্যাং এখন জাতীয় সমস্যা। এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। কিশোর অপরাধীদের বিষয়ে আমাদের প্রতিটি থানায় মনিটরিং হয়।

 

সর্বাধিক পঠিত