• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

স্যাটেলাইট টিভি অডিয়েন্স ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন

সভাপতি ফারুকুল ইসলাম ও মহাসচিব আল ইহসান

প্রকাশ:  ০৩ জুলাই ২০২২, ২৩:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

"দেশীয় ঐতিহ্য আর বস্তুনিষ্ঠতার নিশ্চিতকরণ" শ্লোগানে উজ্জীবিত হয়ে ফারুকুল ইসলামকে (সম্পাদক, জনমত) সভাপতি ও আল ইহসানকে (প্রতিবেদক, ডেইলি ইন্ডাস্ট্রি) মহাসচিব করে স্যাটেলাইট টিভি অডিয়েন্স ফোরামের ২৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। রোববার দুপুরে মালিবাগে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন হয়।

কমিটির অন্যরা হলেন : সিনিয়র সহ-সভাপতি ড. মোঃ হারুনুর রশিদ ভুঁইয়া (সম্পাদক, দৈনিক ভোরের খবর), সহ-সভাপতি লায়ন এসএম সাইফুল্লাহ্ আল মামুন (সম্পাদক, জে নিউজ বিডি), অ্যাডঃ সোহানা তাহমিনা (সম্পাদক, দৈনিক মুন্সিগঞ্জের খবর), মাহবুব হোসাইন (ট্রেজারার, ইউরোপ প্রেসক্লাব), রাফে সামনান (সহ-সম্পাদক, দৈনিক দিনের আলো), মোহাম্মদ মাহবুবুর রহমান, (সম্পাদক ডেইলি গ্লোবাল নেশন), যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন, তোফায়েল আহমেদ কায়সার (স্টার টিভি), ইমরান খান, মাহবুব রহমান (প্রতিবেদক, এনটিভি, ইউকে), সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ (প্রতিবেদক, জনমত), যুগ্ম সাংগঠনিক সম্পাদক আরাফাত আহমেদ রাজু (বার্তা সম্পাদক, দৈনিক অপরাধ সময়), অর্থ সম্পাদক মাহফুজা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেদোয়ানুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আঁখি দাস, আইন বিষয়ক সম্পাদক ফারজানা ইসলাম, দপ্তর সম্পাদক আশরাফুল আলম (জনমত)।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন :  রিপন বড়ুয়া, সোহেল আহমেদ ( জৈষ্ঠ প্রতিবেদক, দৈনিক অপরাধ সময়), শাহীদ আহমেদ ( প্রতিবেদক, দৈনিক অপরাধ সময়), আল এহসান রিন্টু, এমজেআইএস শুভ্র, মুহিববুল্লাহ খোকন (প্রতিনিধি, বিডিজনমত ২৪.কম), তাজরান চৌধুরী বিজয়, মহসিন মিয়া (চাঁদপুর), রেদওয়ানুল ইসলাম মেহরাব, আমির হামজা।

সর্বাধিক পঠিত