• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠান

বঙ্গবন্ধুর মতো করে আমরা দেশকে ভালোবাসবো : ডাঃ দীপু মনি এমপি

প্রকাশ:  ২৬ জুন ২০২২, ১৩:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন শনিবার বিকেল ৪টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাঙালি জাতি আজ বিজয়ী বেশে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। বাঙালি জাতি আজ গর্বিত। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মানুষের ভালোর জন্য সবসময় সঠিক কাজের সাথে থাকতে হয়। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে জানতে হবে, বঙ্গবন্ধুর জীবনের ত্যাগ, কষ্ট, মানুষের প্রতি তার ভালবাসা, দেশের প্রতি তার ভালবাসা দেখে আমরা শিখবো ও বঙ্গবন্ধুকে অনুসরণ করে তার মতো করে আমরা দেশকে ভালোবাসবো। এছাড়া তিনি বঙ্গমাতা সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গমাতা সবসময়ই বঙ্গবন্ধুর সাথে ছিলেন, বঙ্গবন্ধুকে সবসময় শক্তি ও সাহস দিয়ে সহযোগিতা করেছেন। তাই আমরা বঙ্গমাতার জীবনী সম্পর্কে জানবো ও তাঁকে অনুসরণ করবো।
চাঁদপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ফাহমিদা হকের সভাপ্রধানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই।
ফাইনাল খেলায় বঙ্গবন্ধু কাপে সোবহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মধ্য ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে পরাজিত করে ও বঙ্গমাতা কাপে ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় আনন্দলোকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে পরাজিত করে।
ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোস্তফা কামাল বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাবউদ্দিন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আসিফ মহিউদ্দিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুল ইসলাম নয়ন মিজি, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী, আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন মাস্টার, রাজরাজেশ^র ইউপি চেয়ারম্যান মোঃ হযরত আলী বেপারী, বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায়, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের য্গ্মু আহ্বায়ক মোঃ ফারুক মজুমদারসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা।

 

সর্বাধিক পঠিত