• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলা পুলিশের আনন্দ র‌্যালি

প্রকাশ:  ২৬ জুন ২০২২, ১৩:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তকে উদ্যাপনের লক্ষ্যে গতকাল সকাল সাড়ে ৮টায় চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)-এর নেতৃত্বে আনন্দ র‌্যালির আয়োজন করা হয়।
উক্ত রালিটি পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু হয়ে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া র‌্যালির সাথে মিলিত হয়ে চাঁদপুর জেলা স্টেডিয়ামে গিয়ে সমাপ্ত হয়। র‌্যালিতে চাঁদপুর জেলা পুলিশের পাশাপাশি পিবিআই-এর পুলিশ সুপার খন্দকার রেজওয়ানা পারভীন, সিআইডি, নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চল, রেলওয়ে পুলিশ, র‌্যাবসহ কমিউনিটি পুলিশিংয়ের সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পদ্মা সেতু শুভ উদ্বোধন শেষে চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক স্টেডিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)। এছাড়াও চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে  প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত সকল পুলিশ সদস্যের অনুষ্ঠান উপভোগ করার আয়োজন করা হয়। প্রায় ৭০০ জন উক্ত র‌্যালিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন (পিপিএম)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত