• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে নৌকাডুবি ॥ নিখোঁজ ১

প্রকাশ:  ২৬ জুন ২০২২, ১৩:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব উত্তরে ধনাগোদা নদীতে নৌকাডুবি হয়েছে। এতে ছেলে ও ভাতিজা বেঁচে গেলেও এখনও নিখোঁজ রয়েছে হযরত আলী। শুক্রবার বিকেল ৪টায় মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীর নন্দলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তি হলেন দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি গ্রামের সাত্তার ফকিরের ছেলে হযরত আলী (৩০)। মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার ফাইটার ফরহাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪টার দিকে মতলব উত্তর উপজেলার নন্দলালপুর বাজার এলাকায় ফাইভ স্টার ব্রিকস নামের ইটভাটা থেকে নৌকায় করে ৫০টি ইট নিয়ে দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি গ্রামের দিকে রওনা দেন হযরত আলী ও তার ছেলে হাসিব (৪) এবং ভাতিজা মোঃ ইমরান (১০)। ধনাগোদা নদীর নন্দলালপুর পৌঁছলে পাশ দিয়ে যাওয়া বেপরোয়া ট্রলারের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় ছেলে ও ভাতিজাকে সাঁতরে ট্রলারে তুলে দিতে সক্ষম হলেও নদীতে তলিয়ে যায় হযরত আলী।
ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার ফাইটার ফরহাদ আলী জানান, নিখোঁজের উদ্ধারে শুক্রবার সন্ধ্যা ৭টায় জেলা সদর থেকে ফায়ার সার্ভিস স্টেশনের ছয়জনের ডুবুুরি দল ঘটনাস্থলে যায়। রাত সাড়ে ৮টা পর্যন্ত তাকে পাওয়া না যাওয়ায় উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে আবার উদ্ধারে কাজ শুরু করে দলটি।