• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি

শিক্ষাঙ্গনে অরাজকতার চেষ্টা সচেতন ছাত্ররা প্রতিহত করবে

প্রকাশ:  ২৯ মে ২০২২, ১৬:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে যারা শিক্ষাঙ্গনে অরাজকতা সৃষ্টি করে জাতীয় রাজনীতিতে এক ধরনের অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের এই ধরনের অভিপ্রায় বাস্তবায়িত হবে না।

২৯ মে, রোববার চাঁদপুরের বাবুরহাট স্কুল এন্ড কলেজ ও আল-আমিন স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান এবং "হ্নদয়ে বঙ্গবন্ধু" গ্যালারী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ সময় সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি আরো বলেন, যারা অতীতে এই দেশে দু:শাসন চালিয়েছে নির্বাচনকে সামনে রেখে সেই অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করে তারা তাদের অন্যায় কিছু সুবিধা আদায়ের চেষ্টা করছে হয়তো। তাদের সেই অপচেষ্টা নিশ্চয়ই সফল হবে না এবং সেজন্য তারা সবসময় তাদের অপরাজনীতি দিয়ে শিক্ষাঙ্গনকে উশৃঙ্খল-বিশৃঙ্খল করতে, রক্তাক্ত করতে অতীতে যেভাবে অপচেষ্টা চালিয়েছে এখনো সেই অপচেষ্টা চালাচ্ছে। নিশ্চয়ই বাংলাদেশের মানুষও সচেতন ছাত্র সমাজ সেটিকে প্রতিহত করবে।

সর্বাধিক পঠিত