• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং

প্রকাশ:  ২৪ এপ্রিল ২০২২, ১১:০৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আজ ২৪ এপ্রিল বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফ্রিং করবেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
রেভিনিউ ডেপুটি কালেক্টর শারমিন আক্তার স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, মুজিববর্ষে দেশে কেউ গৃহহীন থাকবে না মর্মে মাননীয় প্রধানমন্ত্রী অভিপ্রায় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীর এ অভিপ্রায় বাস্তবায়নে চাঁদপুর জেলায় ‘ক’ শ্রেণীর পরিবার পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের নিমিত্ত আগামী ২৬ এপ্রিল সকাল পৌনে ১১টায় মাননীয় প্রধানমন্ত্রী উপকারভোগী পরিবারের অনুকূলে জমি ও গৃহ প্রদান উদ্বোধন করবেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে চাঁদপুর জেলার গৃহীত কার্যক্রম সম্পর্কে এ প্রেস ব্রিফ্রিং ও মতবিনিময় অনুষ্ঠিত হবে।