• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও জেলা বিএনপির সভাপতির নিঃশর্ত মুক্তির দাবিতে

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশ:  ২১ এপ্রিল ২০২২, ১০:৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং চাঁদপুর জেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল ২০ এপ্রিল বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ দিন চাঁদপুর প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয় সম্মুখে গিয়ে শেষ হয়। বৃষ্টি উপেক্ষা করে জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন সকল ইউনিটের শত শত নেতা-কর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
এরপর দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হযরত আলী ঢালীর সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি'র নব-নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি নেতা জসিম উদ্দীন খান বাবুল। বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলায়মান ঢালী, যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, মোঃ মাসুদ মাঝি, সামছুল আরেফিন সূর্য, শামসুল আরেফিন, ইয়াকুব বিন সায়েদ লিটন, অলি চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম বলেন, বর্তমান সরকারের শাসন, শোষণ, নির্যাতন আর নিপীড়নে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে ব্যর্থ হলেও সরকার সত্য কথার লাগাম টেনে ধরতে সফল। এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। তারা মানুষের ভোটের অধিকার হরণ করেছে।
তিনি আরো বলেন, মিথ্যা মামলা দিয়ে আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে। এই সরকারের মিথ্যা মামলা থেকে আমাদের জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবও রক্ষা পায়নি। সরকারের মিথ্যা মামলায় আমাদের প্রিয় নেতা আজ কারাবন্দী। আমরা অবিলম্বে বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং শেখ ফরিদ আহমেদ মানিকের নিঃশর্ত মুক্তির দাবি করছি।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দল আওতাধীন চাঁদপুর পৌর, সদর থানা, সকল ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত