• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ছাত্র হিযবুল্লাহ প্রকৃত আলেম তৈরি করে : উপজলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান

প্রকাশ:  ২১ এপ্রিল ২০২২, ১০:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ (সঃ)-এর নেতৃত্বে আমরা বদর যুদ্ধে জয়লাভ করেছিলাম, ঠিক তেমনি আমাদের ঈমানী শক্তি যদি জোরালো হয় তবে ঈমানী শক্তির কাছে অপশক্তি পরাজিত হতে বাধ্য। ইসলামকে সমুন্নত রাখতে আমাদের সবাইকে সজাগ রাখার কাজটি করছে এই সংগঠনটি। তিনি বলেন, ছাত্র হিযবুল্লাহ প্রকৃত আলেম তৈরি করে। যাতে বাস্তব জীবনে আমরা ইসলামের নামে অপকাজ না করি। ২০ এপ্রিল ফরিদগঞ্জে ছাত্র হিযবুল্লাহর আয়োজনে বদর দিবস উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে কথাগুলো বলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ্ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নোমান সালেহীর সঞ্চালনায় ও বাংলাদেশ জামিয়তে ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাছান মোঃ ছাইফুল্লাহর সভাপতিত্বে দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন ছারছীনা দারুসসুন্নাত জামেয়া-এ ইসলামিয়ার মুহাদ্দিস আলহাজ্ব হযরত রুহুল আমিন আফসারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য মশিউর রহমান মিঠু, বিশিষ্ট সমাজসেবক কামরুল হাসান সউদসহ অন্যরা।
অনুষ্ঠানের শুরুতে বদর দিবস উপলক্ষে আলোচনা করেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার প্রধান মোহাদ্দেস  ও বাংলাদেশ জামায়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা মমিনুল ইসলাম খান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন, মাওলানা মোহাম্মদ মহসিন খান, ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার সাহিত্য সম্পাদক তাসনিফ ইমন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওঃ ইউনুস, থানা মসজিদের খতিব মাওলানা হোসাইন ফারুকী, ইকরা মডেল মাদরাসার পরিচালক মাওলানা জাকির, জমিয়তে হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলার গবেষণা সম্পাদক মাওলানা সানাউল্লাহ, বাংলাদেশ যুব হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলার সভাপতি মুহা আরিফুর রহমান ও ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা ছাত্র হিযবুল্লাহর সভাপতি হাঃ ইমাম হোসাইন, সাধারণ সম্পাদক ওসমান গণি ও  ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার শিক্ষকগণ সহ প্রায় সহস্রাধিক মানুষ।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করেন আলহাজ্ব মাওলানা রুহুল আমিন আফসারী। আলোচনা ও দোয়া শেষে ইফতার আয়োজন করা হয়।

সর্বাধিক পঠিত