• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬-এর ইফতার মাহফিল

পাড়া-মহল্লাবাসী ঐক্যবদ্ধ হয়ে কিশোর গ্যাংকে প্রতিহত করতে হবে : অ্যাডঃ সেলিম আকবর

প্রকাশ:  ২১ এপ্রিল ২০২২, ১০:৫৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডে কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬-এর আয়োজনে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও কিশোর গ্যাং প্রতিরোধকল্পে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ রমজান বুধবার বিকেলে এ ইফতার মাহফিল ব্যাংক কলোনীর মডার্ন শিশু একাডেমীতে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও জেলা গণফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবর। তিনি তাঁর বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশিং চাঁদপুরের একটি আলোচিত সেবা। যে সেবার মাধ্যমে মহল্লাবাসী নানা রকমের উপকার পেয়ে থাকেন। তার মধ্যে উল্লেখযোগ্য টহল সদস্যদের মাধ্যমে রাত জেগে পাহারার  দায়িত্ব পালন করা। এর বিনিময়ে টহল সদস্যদের মাসিক একটা অনুদান দিয়ে থাকি। অল্প বেতনে চাকুরি করেও রাতে তারা আমাদের নিরাপদ রাখে। তিনি আরো বলেন, কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে। পাড়া-মহল্লাবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে। মাহে রমজানের তারাবির নাম দিয়ে ঘর থেকে বের হয়ে বিভিন্ন রাস্তার মোড়ে অথবা পরিত্যক্ত বাসায় তরুণ-কিশোররা আড্ডা দেয়। তিনি বলেন, অপরাধ প্রবণতা থেকে আমাদের সন্তানদেরকে আমাদেরই ফেরাতে হবে।
সংগঠনের সভাপতি এএসএম শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও অঞ্চল-৬-এর কার্যকরী সদস্য ওমর ফারুক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা গোলাম হোসেন টিটু, বিটি রোড মহল্লার সভাপতি অ্যাডঃ ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাস্টার, বিষ্ণুদী দক্ষিণ মহল্লার সভাপতি মোহাম্মদ নূর হোসেন ও সাধারণ সম্পাদক তানজির রেজা রনি, বিষ্ণুদী উত্তর মহল্লার সভাপতি মোঃ ওমর ফারুক ঢালী ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন পাটোয়ারী, ব্যাংক কলোনী মহল্লার সভাপতি মোঃ মফিজুর রহমান মিয়াজী ও সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ, অঞ্চল-৬-এর যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা খান, তথ্য প্রযুক্তি সম্পাদক কামরুল ইসলাম পাটোয়ারী, মহিলা সম্পাদিকা আমেনা আক্তার প্রমুখ।
ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন ব্যাংক কলোনী জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মাসুদুর রহমান। এতে অংশ নেন উপদেষ্টা মোহাম্মদ ইসমাঈল হোসাইন, মোঃ আব্দুল কুদ্দুস, অঞ্চলের মহিলা সম্পাদিকা নাসরিন আক্তার, কোষাধ্যক্ষ মোঃ আবদুর রহমান তালুকদার, কার্যকরী সদস্য জিএম জাহিদ হাসানসহ সংগঠনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ এবং টহল সদস্যবৃন্দ।