• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় আওয়ামী লীগ নেতা গোলাম হোসেনের ইফতার ও দোয়া

প্রকাশ:  ২১ এপ্রিল ২০২২, ১০:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 কচুয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মোঃ গোলাম হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ প্রাঙ্গণে অয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২ হাজার লোক।
বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহের হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুর জব্বার বাহার, বাতেন সরকার ও জিয়াউর রহমান হাতেম, গোহট উত্তর ইউপি চেয়ারম্যান কবির হোসেন, কচুয়া সদর দক্ষিণ ইউপি চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান, আশ্রাফপুর ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল, গোহট দক্ষিণ ইউপির সাবেক চেয়ারম্যান শাহরিয়ার শাহিন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, উপজেলা যুব লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সাবেক সদস্য জোবায়ের হোসেন, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন প্রধান প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন ওলামা লীগ নেতা আবুল হাসানাত।

সর্বাধিক পঠিত