চট্টগ্রামে মশার কয়েল তৈরির ফ্যাক্টরিতে আগুন
প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ১০:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ ঢাকা পোস্টকে বলেন, পানিওয়ালাপাড়ায় একটি মশার ফ্যাক্টরিতে আগুন লাগার সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।