• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মানিকের মুক্তির দাবিতে পেশাজীবী পরিষদের প্রতিবাদ সভায় অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম

এজাহারভুক্ত আসামী না হয়েও জেলা বিএনপির কা-ারী জেলহাজতে

প্রকাশ:  ২০ এপ্রিল ২০২২, ১১:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছেন বাংলাদেশ  সম্মিলিত পেশাজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার ১৯ এপ্রিল বাদ আছর শহরের হাজী মহসিন রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী সলিমুল্লাহ সেলিম।
তিনি বলেন, এই মামলার এজাহারভুক্ত আসামী না হয়েও শেখ ফরিদ আহমেদ মানিক জেলহাজতে রয়েছেন। পুলিশ সরকারের নির্দেশেই এ মিথ্যা মামলায় চার্জশীটে তার নাম অন্তর্ভুক্ত করে। তিনি আমাদের জেলার অভিভাবক, চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ছিলেন।
তিনি আরো বলেন, আমাদের অনেক নেতা-কর্মীই এ সরকারের দেয়া মিথ্যা মামলায় প্রতিদিন আদালতে হাজিরা দিয়ে আসছেন। আমরা দ্রুত শেখ ফরিদ আহমেদ মানিকের মুক্তি দাবি করছি।  আমাদের নেতাকে যদি ষড়যন্ত্রের শিকার হতে হয়, তাহলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা তাকে মুক্ত করে আনবো।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোবারক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুনুর রশিদ গাজী। বক্তব্য রাখেন অ্যাডঃ জয়নাল আবেদীন, অ্যাডঃ কোহিনূর রশিদ, অ্যাডঃ রেহেনা ইয়াছমিন কচি, প্রভাষক সাইফুল ইসলাম, মীর আনোয়ার হোসেন বাচ্চু, মাওঃ জসিম উদ্দিন, মাওঃ জাকির হোসেন, অধ্যাপক শাহআলম, সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন, সাংবাদিক কামরুল ইসলাম, নূরে আলম দুখু, আঃ কুদ্দুস মেহনতী, ইউসুফ মিয়াজী, মিজানুর রহমান মিজি, ফজলুর রহমান, আঃ কাদের রাঢ়ী, রফিক গাজী প্রমুখ।

সর্বাধিক পঠিত