• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে পর্যালোচনা সভায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

সরকারের সকল উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে

প্রকাশ:  ২০ এপ্রিল ২০২২, ১০:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বর্তমান সরকারের ২০১৯ হতে বর্তমান সময় পর্যন্ত চাঁদপুর জেলায় বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে পর্যালোচনা সভা করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। গতকাল মঙ্গলবার চাঁদপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। তিনি উপস্থিত সকলকে নববর্ষের শুভেচ্ছা প্রদানসহ ঈদের আগাম শুভেচ্ছা জানান। এরপর তিনি ২০১৯ সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত চাঁদপুর জেলার গৃহীত প্রকল্প সমূহের বিষয়ে  বলেন, শেখ হাসিনার সরকারের গৃহীত সকল উন্নয়ন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। যেখানে যা প্রয়োজন আমাকে অবহিত করবেন, আমি দ্রুততম সময়ের মধ্যে তা সম্পন্ন করতে চেষ্টা করবো। তিনি জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মাঝখান দিয়ে আমি আপনাদের সাথে নিয়মিত সভা করতে পারিনি। তবে জেলার উন্নয়ন কার্যক্রম নিয়ে নিয়মিত খোঁজ খবর রেখেছি। ২০২৩ সালে জাতীয় নির্বাচন হবে। এ সময়ের মধ্যেই নির্বাচনী সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং দেশের উন্নয়নে নিরলসভাবে পরিশ্রম করছেন তা অব্যাহত রাখতে আপনাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে। আপনারা সরকারি কর্মচারী-কর্মকর্তাগণ সরকারের উন্নয়নের একটি অংশ। আপনাদের মাধ্যমেই উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। সরকারের গৃহিত সকল প্রকল্প যাতে মানসস্পন্নভাবে সম্পন্ন হয় সেদিকে লক্ষ্য রাখার জন্যে কর্মকর্তাদের প্রতি তিনি অনুরোধ জানান। সরকারের গৃহীত সকল সেবা কার্যক্রম যাতে চাঁদপুরবাসী পেতে পারে সে দিকে লক্ষ্য রাখার জন্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি তিনি অনুরোধ জানান। তিনি অগ্রাধিকার ভিত্তিতে  বিদ্যুৎ, শহর রক্ষাবাঁধ, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প, কৃষি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, মৎস্য, যানজট উন্নয়নসহ চাঁদপুরে চলমান জনগুরুত্বপূর্ণ অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকারের একটি বড় সাফল্য হলো বিদ্যুৎ। এ বিদ্যুতায়নের ক্ষেত্রে কোনোভাবেই যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয় সে ব্যাপারে চাঁদপুর পিডিবি কর্মকর্তাকে তিনি নির্দেশনা প্রদান করেন। তিনি পিডিবি কর্মকর্তার নিকট লোডশেডিং সম্পর্কে জানতে চান এবং তা যেনো না হয় সেজন্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি নদীবন্দর কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করে বলেন, সামনেই পবিত্র ঈদুল ফিতর। এ ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা বহুলাংশে বেড়ে যাবে। যেহেতু চাঁদপুর শহর যোগাযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট। এ স্থান হয়ে দেশের বিভিন্নস্থানে ঘরমুখো মানুষ যাতায়াত করবে। তাই ফিটনেসবিহীন কোনো নৌযান যেনো এ সুযোগে নদীতে নামতে না পারে সে ব্যাপারে পুলিশ প্রশাসনসহ বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। তিনি ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুরে আসছিলেন, তখন তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী হাইমচর অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল নির্মাণ, চাঁদপুরে পর্যটন ও নৌ ভ্রমণ কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি বাস্তবায়ন করার কাজ এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন। এ ব্যাপারে অতি দ্রুততম সময়ে যাতে চাঁদপুর-হাইমচরের যাতায়াত সহজীকরণসহ নৌভ্রমণ কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে মেঘনার পাড় ঘেঁষে রিভার ড্রাইভ (রিং রোড) স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানান। এছাড়াও চাঁদপুর শহরের যানজট নিরসণে কিছু লঞ্চ ইচলী লঞ্চঘাটে ভেড়ানোর জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিআইডব্লিউটিএকে নির্দেশনা প্রদান করেন।
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, শিক্ষামন্ত্রীর পিএস আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদুর রহমান, আড়াইশ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, চাঁদপুর নৌ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূর হোসেন পাটওয়ারী, ডিডি এনএসআই শাহ আরমান আহমেদ, জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, পাবলিক প্রসিকিউটর অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ ইলিয়াছ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন প্রমুখ।
এছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, পিডিবি, পল্লী বিদ্যুৎ, পানি উন্নয়ন বোর্ড, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প, মৎস্য বিভাগ, চাঁদপুর নৌবন্দর, স্বাস্থ্য বিভাগ, আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, এলজিইডি, সড়ক পরিবহন, গণপূর্ত বিভাগ,  পরিসংখ্যান বিভাগ, চাঁদপুর মেডিকেল কলেজ, চাঁদপুর সরকারি কলেজ,  ইসলামিক ফাউন্ডেশন, ফায়ার সার্ভিস, পরিবার পরিকল্পনা বিভাগ, জাতীয় সঞ্চয় ব্যুরো চাঁদপুর, পরিবার পরিকল্পনা বিভাগ, চাঁদপুর কৃষি বিভাগ, সমাজসেবা অধিদপ্তর, সরকারি শিশু পরিবার, গণগ্রন্থাগার, বন বিভাগসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পের উন্নয়ন কার্যক্রম এবং সমস্যা তুলে ধরেন। সকাল ১১টায় শুরু হয়ে পর্যালোচনা সভাটি দীর্ঘ প্রায় ৪ ঘন্টা চলে।

সর্বাধিক পঠিত