দুর্গাপুর ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষণা
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ১০:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এরফান হোসেন ভুট্টু মিয়াকে সভাপতি ও মোঃ খবির সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত ৭ এপ্রিল মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান টিপুর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়েছে।
সভাপতি এরফান হোসেন ভুট্টু মিয়া ও সাধারণ সম্পাদক খবির সরকার বলেন, সুন্দর একটি কমিটি উপহার দেয়ায় উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান টিপুকে অভিনন্দন জানাই। আমাদের ওপর অর্পিত দায়িত্ব যেন আমরা সঠিকভাবে ও সততার সাথে যাতে পালন করতে পারি সেজন্যে সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাই।