• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

খালেদা জিয়ার রোগমুক্তি ও শেখ ফরিদ আহমেদ মানিকের কারামুক্তি কামনায়

ঢাকাস্থ চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য ফোরামের দোয়া ও ইফতার

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০২২, ১১:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ১৬ এপ্রিল শনিবার ঢাকাস্থ চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য ফোরামের উদ্যোগে নয়াপল্টনস্থ ভাসানী ভবন মিলনায়তনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও কারামুক্তি এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব কাজী শাহ আলম রাজার কারামুক্তি কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডঃ রুহুল কবির রিজভী আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল উদ্দিন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সদস্য (দপ্তরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী, জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মজিবর রহমান, জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদার, জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন আশিকসহ ঢাকাস্থ চাঁদপুর জেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য ফোরামের সভাপতি ও জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। সঞ্চালনায় ছিলেন আবু তাহের পাটোয়ারী, সাধারণ সম্পাদক ঢাকাস্থ চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য ফোরাম ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি, ঢাকাস্থ চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য ফোরাম।

সর্বাধিক পঠিত