• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

একাত্তর ফাউন্ডেশন ও একাত্তর কণ্ঠ পরিবারের ইফতার

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০২২, ১০:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আমেরিকা প্রবাসী কবির পাটোয়ারী ও পারভিন পাটোয়ারী মনির প্রতিষ্ঠিত ও পরিচালনাধীন একাত্তর ফাউন্ডেশন ও মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম পত্রিকা দৈনিক ‘একাত্তর কণ্ঠ’-এর উদ্যোগে গত ১৬ এপ্রিল চাঁদপুর শহরের ‘রসুইঘর’ চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে শতাধিক ছিন্নমূল, দুঃস্থ ও অসহায়ের পাশে বসে ইফতার, দোয়ায় মিলিত হয় একাত্তর ফাউন্ডেশন ও একাত্তর কণ্ঠ পরিবার। এ ব্যতিক্রমধর্মী দোয়া ও ইফতার অনুষ্ঠানে চাঁদপুর পৌর এলাকার শতাধিক ছিন্নমূল, দুঃস্থ, হতদরিদ্র ও অসহায় নারী-পুরুষ শরিক হন।
অনুষ্ঠানে একাত্তর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক কাজী মাহমুদ জিয়াউর রহমান বেলালের সভাপতিত্বে ও পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক রোটাঃ আলহাজ¦ অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, ‘শিল্প চূড়া’ ও ‘মাদক মুক্ত চাঁদপুর গড়ি’র সভাপতি মাহবুবুর রহমান সেলিম, চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর বাহার, সাপ্তাহিক চাঁদপুর কাগজ পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক মুনাওয়ার কানন, বিডি কারেন্ট নিউজের সম্পাদক ডাঃ শেখ মহসিন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ হাসান আলী শিকদার, চাঁদপুর সরকারি কলেজ ঈদের ময়দান এন্তেজামিয়া কমিটির সভাপতি হাজী শাহ্ মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন মাহমুদ হাসান খান, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আবদুল আজিজ শিশির, দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার বিভাগীয় সম্পাদক রোটাঃ ডাঃ মাসুদ হাসান খান, ‘আপনে’র সভাপতি রোটাঃ ডাঃ রাশেদা আক্তার, চাঁদপুরের অন্যতম নারী উদ্যোক্তা কানিজ ফাতেমা প্রিয়া, দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার সহ-সম্পাদক আশিক খান, চাঁদপুর সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক জামাল আহমেদ আখন্দ, দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রুহুল আমিন, স্টাফ রিপোর্টার যথাক্রমে গিয়াস উদ্দিন রানা ও মোঃ রাসেল গাজী, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ওমর শরীফ প্রমুখ।
এছাড়া দোয়া ও ইফতারের পূর্বে বিকেলে রসুইঘর চাইনিজ রেস্টুরেন্টের নিচতলার সামনে ‘আপন’ সংগঠনের পক্ষ থেকে উপস্থিত একশত হতদরিদ্র পরিবারের মাঝে ইফতারের জন্য খাবার পরিবেশন করেন সংগঠনের সভাপতি ডাঃ রাশেদা আক্তার, উপদেষ্টা ডাঃ মাসুদ হাসানসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডঃ ফারুক আহমেদ প্রমুখ।

সর্বাধিক পঠিত