• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা ছাত্রলীগের ছয় নেতাকে শোকজ

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০২২, ১০:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি নিয়ে বিতর্কিত মন্তব্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিশৃৃঙ্খলা সৃষ্টি করায় চাঁদপুর জেলা ছাত্রলীগের ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিস প্রদান করা হয়েছে। চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
গত ১৬ এপ্রিল তারিখে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখা কর্তৃক অনুমোদিত ফরিদগঞ্জ উপজেলা ও ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরিদগঞ্জ (চাঁদপুর-৪) আসনের মাননীয় সংসদ সদস্যের নাম উল্লেখ করে বিতর্কিত মন্তব্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্যে জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক ইউনুস মিয়াজী, উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক ইমাম হাসান সৈকত, উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান নিলয়, উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইমাম মেহেদী, উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ সারোয়ার হোসাইন রনি ও সহ-সম্পাদক       আল-আমিন পাটওয়ারীর বিরুদ্ধে কেনো সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তার কারণ উল্লেখ পূর্বক আগামী ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।