• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

চাঁদপুর শহরের যানজট নিরসনে ইচলী লঞ্চঘাট চালুর প্রস্তাবনা

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০২২, ১০:০৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ১৭ এপ্রিল রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন  জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি তাঁর বক্তব্যে বলেন, উন্নয়ন সমন্বয় সভায় যে সকল দপ্তরের কর্মকর্তাগণ আছেন সবাই একযোগে কাজ করলে চাঁদপুরের উন্নয়ন বাধাগ্রস্ত হবে না। যার দপ্তরের যে কাজ সেই কাজগুলো তারই তদারকি করতে হবে। তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজান চলছে। সেহরি-ইফতার ও তারাবীহ সময় বিদ্যুতের যেন লোডশেডিং না হয় সে বিষয়ে বিদ্যুৎ বিভাগকে সতর্ক থাকতে হবে। রমজান মাসে যেহেতু আমাদের দেশে অধিকাংশই জাকাত দিয়ে থাকেন, সে সুবাদে জাকাতের কিছু অংশ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দিলে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা যায়। জাকাতের টাকা যেকোনো ব্যাংকের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনে দেয়া যায়। তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা সরকারি জাকাত ফান্ডে দান করতে আপনাদের অধীনস্থদের উদ্বুদ্ধ করবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, বিআইডাব্লিউটিএর উপ-পরিচালক কায়সারুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামচ্ছুদ্দোহা প্রমুখ।
সভায় আরো আলোচনা হয় চাঁদপুরে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। দীর্ঘদিন হয়ে গেলো ডায়রিয়া রোগী কমছে না। এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, যার যার বাসার রিজার্ভ ট্যাংক যেন পরিস্কার করা হয় এবং পানি ফুটিয়ে খাওয়ার ব্যাপারে মাইকিং করতে হবে। এছাড়াও যারা ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছে তাদের ঠিকানা সংগ্রহ করে তাদের রিজার্ভ ট্যাংকের পানি পরীক্ষা করতে হবে।
চাঁদপুরের অধিকাংশ রাস্তাগুলো ক্ষত-বিক্ষত। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, চাঁদপুর সড়ক বিভাগের অধীনে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো বর্ষা মৌসুমের আগে সংস্কার করে ফেলতে হবে। সড়ক বিভাগের উপর যে অবৈধ স্থাপনা রয়েছে তা অবিলম্বে উচ্ছেদ করতে হবে। সভায়  চাঁদপুর শহরের যানজট নিয়ে ব্যাপক আলোচনা হয়। বলা হয়, যানজট এক মহাসমস্যা। সভায় এ বিষয়টি নিয়েই সবাই আলোচনা করেন। আলোচনায় বাইপাস সড়কসহ আরো নানা প্রস্তাব করা হয়। তার মধ্যে চাঁদপুরের প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন ইচলি লঞ্চঘাট পুনরায় চালু করার প্রস্তাব করেন। এ বিষয়ে জেলা প্রশাসক বিআইডব্লিউটিএর উপ-পরিচালক কায়সারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, ফরিদগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর, রায়পুরসহ ওই রোডের যাত্রীদের জন্যে ইচলী ঘাট চালু করার প্রস্তাবনা সময় উপযোগী। যানজট নিরসন করতে ইচলি লঞ্চঘাট চালু করা যেতে পারে। ইচলি লঞ্চঘাট চালু হলে শহরের যানজট হ্রাস পাবে। এছাড়া লঞ্চ কর্তৃপক্ষ ইচলি ঘাটে লঞ্চ ভিড়ানোর বিষয়ে তাদের মৌন সমর্থন রয়েছে। জেলা প্রশাসক বিআইডব্লিটিএকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এবং লঞ্চ মালিকদের সাথে আলোচনা করে  চালু করার অনুরোধ জানান। প্রেসক্লাব সভাপতির আরেক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক জানান, নির্মাণ সামগ্রীর দাম সারাদেশেই বেড়েছে। এটা শুধু চাঁদপুরে নয়। তবে এটা দু’এক মাসের মধ্যেই পরিবর্তন ঘটবে। নানা উন্নয়ন কাজের সাথে বালু অতি গুরুত্বপূর্ণ বিষয়। তবে বালু চাঁদপুরের নদী থেকে উত্তোলনে অনুমোদন নেই। চাঁদপুরের বাইরে থেকে বালু ক্রয়-বিক্রয় করা যাবে। আমাদের পাশর্র্^বর্তী জেলা মুন্সিগঞ্জ থেকে বালু আনা যায়।
হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী চাঁদপুর থেকে হাইমচর বাস চালু করার জন্যে প্রস্তাব করেন এবং ওই রুটে সড়ক প্রশস্তকরণসহ টেকসই সড়ক নির্মাণের প্রস্তাবনা তুলে ধরেন। জেলা প্রশাসক সড়ক ও জনপথ বিভাগ এবং এলজিইডিকে এ বিষয়টি সরজমিনে দেখার জন্য আহ্বান জানান।

সর্বাধিক পঠিত