ফরিদগঞ্জে ‘নিরাপদ সড়ক চাই’-এর ইফতার মাহফিল
নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। ১৬ এপ্রিল শনিবার বাদ আসর থেকে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, সড়ককে নিরাপদ রাখা আমাদের সকলের দায়িত্ব। নিরাপদ সড়ক চাই এই আন্দোলন সকলের জন্যে এবং স্বার্থে, সড়ক নিরাপদ থাকলে আমরা নিরাপদে বাড়ি ফিরতে পারবো। সড়ক দুর্ঘটনায় আমরা আর আমাদের কোনো প্রিয় মানুষকে হারাতে চাই না। আমরা যাত্রী হিসেবে যখনই যেই গাড়িতে উঠি চালককে সবসময় বলবো নির্ধারিত গতিতে গাড়ি চালানোর জন্যে। এভাবে আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতনতার বলয় তৈরি করতে পারলে দুর্ঘটনার আশঙ্কা কমবে।
নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হেসেন সৈকতের সঞ্চালনায় সভাপতি বারাকাত উল্লাহ্ পাওয়ারীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিঠু, সমাজ সেবক কামরুল হাসান সউদ, নিসচা ফরিদগঞ্জ উপজেলা শাখার সাবেক সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, শ্রমিক লীগের সভাপতি হানিফ কাজী, ট্রাফিক পুলিশ সার্জেন্ট ইমদাদ, নিসচা সহ-সভাপতি আমান উল্লাহ আমান।
এরপর আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নিসচা’র সাধারণ সম্পাদক নারায়ণ রবি দাস, সমাজসেবক মনির হোসেন, নিসচা সদস্য জসিম উদ্দিন, রুহুল আমীন খান স্বপন, আমান উল্লাহ খান ফারাবী, বাকী বিল্লাহ, সাঈদ পাটোয়ারী, শাহাবুদ্দিন মিজি, মামুনুর রশিদ, আল আমিন, জাহিদুল ইসলাম ফাহিমসহ আরো অনেকে।