• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পবিত্র রমজান উপলক্ষে শাহ্তলীতে রুশদী বাড়িতে ইফতার মাহফিল ও দোয়া

প্রকাশ:  ১৭ এপ্রিল ২০২২, ১৪:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী রুশদী পরিবারের উদ্যোগে বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী ও মরহুম অ্যাডঃ তাহের হোসেন রুশদীসহ রুশদী পরিবারের মৃত সদস্যদের রুহের মাহফিরাত কামনায় কোরআন খতম, বিশাল ইফতার মাহফিল, কবর জিয়ারত, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৬ এপ্রিল শনিবার বাদ আছর শাহতলীস্থ মরহুম অ্যাডঃ তাহের হোসেন রুশদীর বাড়িতে শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে ও মাদরাসার সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় ইফতার মাহফিল,  মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি তার বক্তব্যে পবিত্র মাহে রমজানে মরহুম রুশদী পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া কামনা করেন। সেই সাথে এলাকাবাসী, সুধীজন, জনপ্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের উপস্থিত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।
ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শাহতলী কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, শাহতলী কামিল মাদরাসার ২য় মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান, সিনিয়র প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, আরবী প্রভাষক মাওলানা এএনএম হেলাল উদ্দিন, ইবতেদায়ী প্রধান শরীফ মোঃ মোস্তফা খান, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ শফিক কারী, বর্তমান মেম্বার মোঃ বিল্লাল হোসেন খান, শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মোঃ নুরজ্জামান মুন্সি, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাসেম কারী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুনির চৌধুরী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সোহেল কারী, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, শাহতলী কামিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, বিআরডিবির সাবেক উপজেলা কর্মকর্তা মোঃ সলেমান মুন্সি, শাহতলী খান বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ শহীদ উল্ল্যাহ, হাফেজ মোঃ শাহাদাত হোসেন, পূর্ব শাহতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা শাহাদাৎ হোসেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, ২৮নং পাইকদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মোস্তফা চৌধুরী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কবির চৌধুরী, চাঁদপুর পরিবার পরিকল্পনা অফিসের স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মোস্তফা মুন্সি, সাবেক সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মজিব কারী, স্থানীয় যুবদলের নেতা শওকত কারী, বিআরএস ব্রিক ফিল্ডের ম্যানেজার মোঃ জসিম গাজী, ব্রিক ফিল্ডের ম্যানেজার মোঃ আবুল হোসেন গাজী, শাহতলী বাজার ব্যবসায়ী মোঃ অলি মিজি, মেডিসিন ব্যবসায়ী ডাঃ মোঃ দেলোয়ার হোসেন দুলাল খান, অভিভাবক সদস্য ও  ঠিকাদার মোঃ জামাল গাজী, বাজার ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম নুরু গাজী, স্থানীয় মোঃ  নুরুল হক মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর খান, সেক্রেটারী মোঃ আব্দুল আজিজ মিজি, ব্যবসায়ী মোঃ শাহাদাত মুন্সি, মেডিসিন ব্যবসায়ী মোঃ হাসান মুন্সি, মোঃ শামসুল হুদা, মোঃ নুর মোহাম্মদ মুন্সি, মাসুদ মুন্সি, সামাজসেবক মোঃ জাকির মৃধা, মোঃ জহির চৌধুরী, শাহতলী কামিল মাদরাসার হিসাবরক্ষক মোঃ শরীফুর রহমান খান, অফিস সহকারী মোঃ রিয়াদ হোসেন, মোঃ শরীফ খান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ মোস্তফা কামাল, জিলানী চিশতী কলেজে অফিস ইনচার্জ মোঃ রানা সরকারসহ অন্যান্য মুসল্লীগণ, সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অতিথিবৃন্দসহ পূর্ব শাহতলীর মক্তবের এতিম ছাত্রবৃন্দ।
অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী ও মরহুম অ্যাডঃ তাহের হোসেন রুশদীসহ রুশদী পরিবারের মৃত সদস্যদের রুহের মাহফিরাত কামনায় কবর জিয়ারত, দোয়া ও মিলাদ আয়োজন করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।
বিকেল সাড়ে ৩টার পর থেকে শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের নেতৃত্বে শাহতলী মুন্সি বাড়ি জামে মসজিদে পবিত্র কোনআন খতম করা হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থানায় ছিলেন রুশদীর পরিবারের সদস্য শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

 

সর্বাধিক পঠিত