• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া হাসিনার অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে যাবে না

প্রকাশ:  ০৩ এপ্রিল ২০২২, ১২:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। ২ এপ্রিল শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলেন প্রথম অধিবেশনে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হচ্ছে। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করা হচ্ছে। উন্নয়নের নামে চলছে লোপাটের মহোৎসব। সরকার যেভাবে চাচ্ছে আদালত সেভাবে রায় দিচ্ছে। দেশে এখন চলছে শুধু মুজিবী ও হাসিনার শাসন।
তিনি আরো বলেন, হাসিনার অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে যাবে না। কারণ এ সরকার রাতের আঁধারে ভোট চুরি করে সরকার পরিচালনা করছে। ভোটবিহীন সরকারের অধীনে বিএনপি কখনো নির্বাচনে যাবে না।
তিনি বলেন, আজকে দীর্ঘ ১৪ বছর আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে আছে। এটি এদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিলো না। আজকে যারা মুক্তিযুদ্ধ ও ইতিহাসের কথা বলে তারাই এদেশে ইতিহাসকে বিকৃত করেছে। আজকে আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী দুর্নীতিগ্রস্ত। বাংলাদেশ ব্যাংক ও শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে, কিন্তু কারো বিচার হয়নি। অথচ একটি মিথ্যা সাজানো মামলায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই সরকার আটকে রেখেছে।
তিনি আরো বলেন, আন্দোলন-সংগ্রাম করে আমাদের দাবি আদায় করতে হবে। এজন্যে আজকের এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, এই সম্মেলনের মধ্য দিয়ে যে-ই নেতৃত্ব আসবে সেই নেতৃবৃন্দের মাধ্যমে যেনো চাঁদপুর বিএনপির ঘাঁটিতে পরিণত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটি ও কুমিল্লা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাইদ, সাবেক সংরক্ষিত আসনের এমপি রাশেদা বেগম, কেন্দ্রীয় বিএনপি নেতা এমএ হান্নান ও কেন্দ্রীয় তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিম উল্যা সেলিম, মুনির চৌধুরী ও বিএনপি নেতা জসিম উদ্দিন খান বাবুলের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর খান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শুক্কুর পাটওয়ারী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডঃ শিরিন সুলতানা মুক্তা, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমান উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকবুল হোসেন, কচুয়া উপজেলা বিএনপি নেতা মঞ্জুরুল আলম সেলিম, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোঃ ইউনুছ, ফরিদগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবর রহমান  দুলাল, ফরিদগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মোস্তফা কামাল, শাহরাস্তি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, মতলব উত্তর উপজেলা বিএনপি নেতা কবির সরকার, কচুয়া উপজেলা বিএনপি নেতা শাহজালাল, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মোল্লা, শাহরাস্তি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি অ্যাডঃ আব্বাছ উদ্দিন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ জেলা বিএনপি, অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ও নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের এজেন্ট এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

 

সর্বাধিক পঠিত