• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিদ্যুৎ বিভ্রাটে টিকা নিতে আসা মানুষের দুর্ভোগ

প্রকাশ:  ৩০ মার্চ ২০২২, ১১:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুরসহ সারাদেশে গত দু’দিন যাবৎ একযোগে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ডোজের গণটিকা প্রদান কার্যক্রম। এর মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে টিকা নিতে আসা মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ২৯ মার্চ বেলা সাড়ে বারোটার সময়। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এলাকায় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তখন হাসপাতাল কেন্দ্রে পুরুষ টিকা গ্রহীতাদের দীর্ঘ লাইন। অপরদিকে সিভিল সার্জন কার্যালয়েও ছিলো নারীদের লম্বা লাইন। এমন পরিস্থিতিতে হাসপাতাল কেন্দ্রটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সেখানে থাকা লোকজন পরবর্তীতে সিভিল সার্জন কার্যালয়ে জড়ো হয়। নারী ও পুরুষ এক কেন্দ্রেই টিকা দিতে গিয়ে সেখানে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে রোদের মধ্যে সববয়সী মানুষদের কষ্টের সীমা ছিল না। পরে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেনসহ স্বাস্থ্য বিভাগের অন্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। এ সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় থাকতে দেখা গেছে টিকা গ্রহীতাদের।
এ ব্যাপারে চাঁদপুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান, দুপুরের আগে বিদ্যুৎ সাবস্টেশনে সমস্যা দেখা দেয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে ওই এলাকা। পরে দুপুর আড়াইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।