• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রকাশ:  ৩০ মার্চ ২০২২, ১১:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট


 বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ২ এপ্রিল ২০২২। এ উপলক্ষে ক’জন নেতা সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্মেলন অনুষ্ঠানের জন্যে নির্বাচন কমিশন নিরলস পরিশ্রম করছে। কিন্তু এ শান্তিপূর্ণ সম্মেলন অনুষ্ঠানে বাধা সৃষ্টির জন্যে সরকারি এজেন্সির লোকেরা নানা পাঁয়তারা করছে। সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান সফিকুজ্জামানের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে ন্যাক্কারজনক কা- ঘটিয়েছে। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক ও যুগ্ম আহ্বায়কবৃন্দ। ২ এপ্রিলের সম্মেলন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্যে চাঁদপুর জেলাস্থ সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের সজাগ ও সতর্ক থাকার জন্যে আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ। তারা বলেন, শত উস্কানি সত্ত্বেও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সম্মেলন সফল ও সার্থক করতে হবে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।