• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বলাখাল চৌধুরী বাড়ি শারদাঞ্জলি ফোরামের মিলন মেলা

প্রকাশ:  ২৯ মার্চ ২০২২, ১১:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর জেলা কর্তৃক আয়োজিত বলাখাল চৌধুরী বাড়ি গীতা নিকেতনের শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ মার্চ শুক্রবার সকাল ১০টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এ মিলন মেলার শুভ সূচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের গুরু বন্দনা, গীতা ও চ-ির সুমধুর স্বরে বৈদিক সংস্কৃতির ধারার সনাতনী পরিবেশের সৃষ্টি হয়। পাশাপাশি চলে বৈদিক নৃত্য ও শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠান। পরে জেলা ফোরামের সহ- সাংগঠনিক সম্পাদক ও গীতা নিকেতন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুমন অধিকারীর সঞ্চালনা ও দানবীর শ্রী সুখেন্দ্র রায় চৌধুরীর সভাপতিত্বে সমসাময়িক বিষয়ে আলোচনা করেন গীতা শিক্ষক শ্রী গণেশ চক্রবর্তী, সঙ্গীত শিক্ষক মিলি সাহা, জেলার ধর্ম বিষয়ক সম্পাদক শ্রী দিপঙ্কর চক্রবর্তী সৈকত, সহ-সমন্বয়ক শ্রী মানিক সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী পঙ্কজ চন্দ্র দাস, সিনিয়র সহ-সভাপতি শ্রী জীবন মজুমদার, শ্রীমতি নন্দিতা দাস প্রমুখ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি  শ্রী রিপন কুমার সাহা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গীতা স্কুলের উপদেষ্টাগণসহ প্রমুখ।
অনুষ্ঠানে গীতা শিক্ষার্থীদের জন্য একটি স্ট্যান্ড ফ্যান প্রদান করেন জয়রাম সংঘ এবং শিক্ষার্থীদের জন্যে শিক্ষা উপকরণ প্রদান করেন সমাজসেবী শ্রী রাধাকান্ত দাস। অনুষ্ঠান শেষে সকলের জন্য প্রসাদের আয়োজন করা হয়।

 

সর্বাধিক পঠিত