• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরের আনন্দ বাজারে আইএফআইসি ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

প্রকাশ:  ২৩ মার্চ ২০২২, ১১:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নন্থ আনন্দ বাজারে আইএফআইসি ব্যাংকের উপ-শাখা উদ্বোধন করা হয়েছে। ২২ মার্চ মঙ্গলবার দুপুরে আনন্দ বাজারের সরকার প্লাজার দোতলায় উপ-শাখার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক কচুয়া শাখার ম্যানেজার উজ্জ্বল মজুমদার। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন গাজী বিল্ডার্স লিঃ-এর চেয়ারম্যান গাজী শাখাওয়াত হোসেন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনন্দ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সরকার, ব্যবসায়ী রমিজ উদ্দিন শিশির, আইএফআইসি ব্যাংক আনন্দবাজার উপ-শাখার কর্মকর্তা রেজোয়ানা রিতু, ম্যানেজার মেহেদী হাসান সাকিব প্রমুখ।
আলোচনা সভার পর ফিতা কেটে উক্ত উপ-শাখার উদ্বোধন এবং মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আনন্দবাজারসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত