• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে চাঁদপুরে সপ্তাহব্যাপী কর্মসূচি

প্রকাশ:  ১৬ মার্চ ২০২২, ১০:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে ৫০টি জাতীয় পতাকা নিয়ে সুবর্ণজয়ন্তী র‌্যালিসহ চাঁদপুরে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সুবর্ণজয়ন্তী সফল করার লক্ষ্যে গত ১০মার্চ বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপ্রধানে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় নি¤েœাক্ত কর্মসূচি গ্রহণ করা হয়:-
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ মার্চ সকাল ৯টায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন এবং স্টল পরিদর্শন; সকাল সাড়ে ৯টায় ৫০টি জাতীয় পতাকা নিয়ে সুবর্ণজয়ন্তী র‌্যালি; সকাল ১১টায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ; সুবিধাজনক সময় মসজিদ, মন্দির এবং গীর্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা; দিনব্যাপী বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান; ১৮ মার্চ থেকে ২৩ মার্চ বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা এবং স্বাধীনতা যুদ্ধে বীরঙ্গনাসহ সকল বীর মুক্তিযোদ্ধার অবদান নিয়ে ধারাবাহিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান