• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জ থানায় ওপেন হাউজ ডে

প্রকাশ:  ১৫ মার্চ ২০২২, ১০:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 হাজীগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে হাজীগঞ্জ থানা চত্ত্বরে অনুষ্ঠিত হয় ওপেন হাউজ ডে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদ।
উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, কিশোর অপরাধ নিরসন, বাল্যবিবাহ, নারী নির্যাতন, বাজার এলাকায় যানজট নিরসন ও চুরি বন্ধে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিভিন্ন ইউনিয়নের জনগণ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দের সভাপ্রধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলী আশ্রাফ দুলাল, সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী।
উপস্থিত ছিলেন পৌর কমিউনিটি পুলিশিংয়েরর সভাপতি ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোঃ আহসান হাবীব অরুণ, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন, পৌর পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টু প্রমুখ।
থানা পুলিশের আয়োজনে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, বাজার ব্যবসায়ী সমিতি ও কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত