• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আহলে সুন্নাত ওয়াল জামায়াত চাঁদপুর সদর ও পৌর কমিটি গঠন

প্রকাশ:  ১৪ মার্চ ২০২২, ১২:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আহলে সুন্নাত ওয়াল জামায়াত চাঁদপুর সদর উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়েছে। ১২ মার্চ শনিবার চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক কাউন্সিলে এই দুটি কমিটি গঠন করা হয়। অধ্যক্ষ আবু জাফর মোঃ মাঈনুদ্দিনের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন কমিশন পৃথক বৈঠক করে দুটি কমিটির খসড়া প্রস্তুত করে। এই খসড়া কমিটি কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে উপস্থাপন করা হলে উপস্থিত সবাই সমর্থন জানিয়ে তা অনুমোদন করেন।
কমিটি হলো- চাঁদপুর সদর উপজেলা : মাওঃ মোঃ মিজানুর রহমান সভাপতি, মাওঃ আব্দুল হান্নান নিজামী সাধারণ সম্পাদক ও মাওঃ মোঃ হাসানুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে ২০১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি করা হয়।
চাঁদপুর পৌর কমিটি : মাওঃ এএইচএম আহসান উল্লাহ সভাপতি, মাওঃ আব্দুর রউফ খান করিম সাধারণ সম্পাদক ও মাওঃ মুনাফ তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ২০১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। আগামী দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।

সর্বাধিক পঠিত