• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুুরে নতুন করে ৪ জনের করোনা শনাক্ত

প্রকাশ:  ১৩ মার্চ ২০২২, ১১:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট


 চাঁদপুুরে নতুন করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫.৭১ শতাংশ। গতকাল ১২ মার্চ শনিবার ৭০ জনের করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়। তার মধ্যে ৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ৪ জনের মধ্যে চাঁদপুর সদরে ২ জন, ফরিদগঞ্জে ১ জন ও হাজীগঞ্জ উপজেলায় ১ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা গেছে।
সূত্র থেকে আরো জানা যায়, গতকাল শনাক্ত হওয়া ৪ জনসহ জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩শ’ ৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২শ’ ২৮ জন।
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২শ’ ৪৬ জন। সুস্থ এবং মৃত্যুর সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৮শ’ ৩৫ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়া গতকাল সুস্থ হন ২৫ জন। মোট আক্রান্তের মধ্যে উপজেলাভিত্তিক সংখ্যা হচ্ছে চাঁদপুর সদরে ৭৫২১ জন, হাইমচরে ৯০৩ জন, মতলব উত্তরে ৯৬১ জন, মতলব দক্ষিণে ১৩৯৫ জন, ফরিদগঞ্জে ২০০৭ জন, হাজীগঞ্জে ১৭৩৩ জন, কচুয়ায় ৯৪০ জন ও শাহরাস্তিতে ১৮৪৯ জন। এছাড়া ঢাকা থেকে আগত ৪, লক্ষ্মীপুর থেকে ২, মতলব আইসিডিডিআরবি থেকে ৩০, কুমিল্লা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত ১ ও নারায়ণগঞ্জ থেকে আগত ১ জন।