• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

টামটা উত্তর ও রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদ ভবন উদ্বোধন

দলীয় বিবেচনায় কাউকে বঞ্চিত করা যাবে না : মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

প্রকাশ:  ০১ মার্চ ২০২২, ১২:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আমি এ এলাকার অভিভাবক। কে আমাকে ভোট দিয়েছেন, কে দেন নাই তা দেখার বিষয় নয়। আমি সবার জন্যে কাজ করে যাচ্ছি। রাজনৈতিক বিবেচনায় কোনো কাজ হবে না। দলীয় ভেবে কাউকে বঞ্চিত করা যাবে না। ১৯৯৫ সাল থেকে আমি আপনাদের সাথে রয়েছি। জীবনের শেষদিন পর্যন্ত আপনাদের সাথে থাকতে চাই। আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক, তা সবসময় বজায় থাকবে।’
শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
মেজর (অবঃ) রফিকুল ইসলাম বলেন, টামটা আওয়ামী লীগের দুর্গ, তা সুরক্ষিত রাখতে হবে। আমি আপনাদের নির্মল আনন্দের জন্যে ওয়াকওয়ে নির্মাণ করে গেলাম। আমরা শুধু উন্নয়ন নয়, রাজনৈতিক স্থিতিশীলতার জন্যে কাজ করে যাচ্ছি। তিনি তাঁর বক্তব্যে বিগত সময়ের বিভিন্ন উন্নয়ন কাজের চিত্র তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সভাপ্রধানে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, পৌর মেয়র হাজী আঃ লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান ও ব্যবসায়ী মুকবুল আহমেদ।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার প্রমুখ। টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক দর্জি স্বাগত বক্তব্য রাখেন।
এরপর দুপুর ১২টায় মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদ ভবন উদ্বোধন করেন। এতে উপরোক্ত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। রায়শ্রী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মিজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মুশু।