হাজারো নেতা-কর্মীর ভালোবাসায় সিক্ত হলেন দীপু মনি
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ঢাকা থেকে চাঁদপুরে আসার পথে হাজার হাজার নেতা-কর্মীর ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। চাঁদপুর এসে পৌঁছার পর সার্কিট হাউজ এবং জেলা প্রশাসক কার্যালয় চত্বরেও অসংখ্য নেতা-কর্মী সমবেত হন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানাতে।
জানা যায়, কোভিড-১৯ এবং স্বামীর অসুস্থতা ও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের ব্যস্ততার কারণে প্রায় দেড় মাস শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি তাঁর প্রিয় মানুষগুলোর সাথে দেখা বা সাক্ষাৎ করতে আসতে পারেননি। তারপরও থেমে থাকেনি নাড়ির টান। কখনো অনলাইনে, মোবাইল ফোনে যোগাযোগ অব্যাহত রেখেছেন। তিনি যেমন নির্বাচনী এলাকার জনগণকে ভালোবাসেন, তেমনি নির্বাচনী এলাকার জনগণও তাঁকে ভালোবাসে। তার প্রমাণ দিয়েছে গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে। তাঁকে বিপুল ভোটে বিজয়ী করেছে চাঁদপুরবাসী। এই ভালোবাসার প্রতিফলন পুনরায় দেখালেন চাঁদপুরবাসী।
গতকাল ১৬ ফেব্রুয়ারি বুধবার শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি সরকারি সফরে চাঁদপুরে আসেন। এদিন তিনি সড়কপথে চাঁদপুরে প্রবেশপথের মুন্সীরহাট বাজার এলাকায় আসলে তাঁকে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন খান শামীমের নেতৃত্বে হাজারো জনগণ স্লোগানে স্লোগানে মুখরিত করে এবং গাড়িবহর থামিয়ে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান।
সেখান থেকে সিক্ত হয়ে বাবুরহাট বাজার চৌরাস্তা মোড়ে আসলে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি, ৩নং কল্যাণপুর, ৪নং শাহমাহমুদপুর, ৫নং রামপুর ও ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী এবং সাধারণ জনগণ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। ভালোবাসা দিয়ে বরণ করে নেন প্রিয় নেত্রীকে।
এরপর তিনি আসেন চাঁদপুর সার্কিট হাউজে। সেখানেও সরকারি প্রটোকল ভেঙ্গে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ তাদের প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানান। এখানেই শেষ নয়। চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে ছিলো জেলার হাইমচর, কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলার নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে হাজারো নেতা-কর্মীর ভিড় ছিলো চোখে পড়ার মতো। অনুষ্ঠান শেষে বের হতে গিয়েও গ্রহণ করতে হয় সাধারণ জনগণের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছা। এরপর চাঁদপুর সদর উপজেলা পরিষদের সম্মুুখে প্রাণিসম্পদ মন্ত্রণালয় চাঁদপুরের উদ্যোগে আয়োজিত প্রাণি ও পশুসম্পদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করতে গেলে সেখানেও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি স্থানীয় জনগণ ও সর্বস্তরের নেতা-কর্মীর ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন। এভাবেই পুরো দিন নিজ নির্বাচনী এলাকার জনগণের কাছে ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।