• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সদরের এইচএসসির ফলাফল

ফলাফলের শীর্ষে চাঁদপুর সরকারি কলেজ ॥ সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে চাঁদপুর সরকারি মহিলা কলেজ ॥ পাসের হার ৯৬.২৬ শতাংশ

প্রকাশ:  ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 এইচএসসি পরীক্ষার ফলাফলে চাঁদপুর সদর উপজেলার ১২টি কলেজের মধ্যে শীর্ষে রয়েছে চাঁদপুর সরকারি কলেজ। জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজ। মোট ফলাফলের মধ্যে সদর উপজেলায় পাসের হার ৯৬.২৬ শতাংশ।
প্রাপ্ত তথ্যমতে, চাঁদপুর সদর উপজেলার ১২টি কলেজ থেকে তিনটি বিভাগে এবারের এইচএসসি পরীক্ষায় ৪ হাজার ৮২ জন ছাত্র-ছাত্রী অংশ নিয়ে পাস করেছে ৩ হাজার ৯শ’ ৭০ জন। জিপিএ-৫ পেয়েছে ৭শ’ ৭২ জন। তন্মধ্যে চাঁদপুর সরকারি কলেজ থেকে এবারের পরীক্ষায় অংশ নেয় ৪শ’ ৬২ জন পরীক্ষার্থী। পাস করেছে ৪শ’ ৬০ জন, জিপিএ-৫ পেয়েছে ২শ’ ২৩ জন, পাসের হার ৯৯.৫৭ ভাগ।
চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে ৭শ’ ৩৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭শ’ ১৫ জন, জিপিএ-৫ পেয়েছে ২শ’ ৫০ জন, পাসের হার ৯৭.১৫ ভাগ।
পুরান বাজার ডিগ্রি কলেজ থেকে ৫শ’ ৮৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫শ’ ৮২ জন, জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন, পাসের হার ৯৯.১৫ ভাগ। ফরক্কাবাদ ডিগ্রি কলেজ থেকে ৩শ’ ৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩শ’ ৭২ জন, জিপিএ-৫ পেয়েছে ১১ জন, পাসের হার ৯৮.৪১ ভাগ। শাহতলী জিলানী চিশতি কলেজ থেকে ১শ’ ৭২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১শ’ ৫৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৮ জন, পাসের হার ৮৮.৯৫ ভাগ। বাবুরহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ৫শ’ ৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫শ’ ৪২ জন, জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন, পাসের হার ৯৭.৩০ ভাগ। আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে ৩শ’ ৮৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩শ’ ৮২ জন, জিপিএ-৫ পেয়েছে ১শ’ ২৫ জন, পাসের হার ৯৮. ৯৬ ভাগ। কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ৭৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭১ জন, জিপিএ-৫ পেয়েছে ৬ জন, পাসের হার ৯৭.২৬ ভাগ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ থেকে ৪শ’ ৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪শ’ ১৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন, পাসের হার ৯৬.৯৮ ভাগ। চাঁদপুর সিটি কলেজ থেকে ৫৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪৮ জন, পাসের হার ৮৮.৮৯ ভাগ। চাঁদপুর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ১শ’ ৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১শ’ ৩০ জন, পাসের হার ৯১.৫৫ ভাগ। খেরুদিয়া দেলোয়ার হোসেন স্কুল এন্ড কলেজ থেকে এবারের পরীক্ষায় অংশ নিয়েছে ১শ’ ৫ জন শিক্ষার্থী। তন্মধ্যে পাস করেছে ৯৮ জন, জিপিএ-৫ পেয়েছে ৫ জন, পাসের হার ৯৯.৩৩ ভাগ।

 

সর্বাধিক পঠিত