ইমাম প্রশিক্ষণ একাডেমীর অর্থায়নে ৫ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
ইমামরা দেশ ও মানুষের কল্যাণে তথ্য উপস্থাপন করলে সেটা কার্যকর বেশি হয়
িইমাম প্রশিক্ষণ একাডেমীর অর্থায়নে ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত পাঁচ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। শনিবার ১২ ফেব্রুয়ারি ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী। তিনি বলেন, দেশে চার লক্ষ মসজিদ আছে। সকল মসজিদের ইমামকে প্রশিক্ষণের আওতায় আনতে ইসলামিক ফাউন্ডেশন কাজ করছে। যারা বিগত দিনে ৪৫ দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছেন তাদেরকেই আবার সরকার পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে উজ্জীবিত করতে রিফ্রেসার্স কোর্সের ব্যবস্থা করেছেন। তিনি আরো বলেন, ইমামরা হলেন সমাজের নেতা। তাদের কথা সকল শ্রেণী-পেশার মুসুল্লিরা মনোযোগ সহকারে শোনেন। মানুষের কল্যাণে সঠিক তথ্য যে কোনো ব্যক্তি দিতে পারে, তবে ইমামরা দেশ ও মানুষের কল্যাণে তথ্য উপস্থাপন করলে সেটা কার্যকর বেশি হয়।
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক মোঃ জাকির হোসেন ও জেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন ইফার ফিল্ড অফিসার মোঃ বিল্লাল হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইফার মাস্টার ট্রেইনার মাওলানা মুহাম্মদ সোলাইমান। উপস্থিত ছিলেন জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজীসহ বিভিন্ন মসজিদের ইমাম ও প্রশিক্ষণার্থীরা।