• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরাক্কাবাদ বাজার মোড়ে একটি অবৈধ দোকানে থেমে আছে এলজিইডির সড়ক প্রশস্তকরণ কাজ

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি বাজার হচ্ছে ফরাক্কাবাদ বাজার। এ বাজারের মোড় থেকে বালিয়া বাজার পর্যন্ত বিদ্যমান সড়ক প্রশস্তকরণ এলাকাবাসী ও বাজার ব্যাবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিলো। চলতি অর্থবছরে সরকারের উন্নয়ন কর্মকা-ের অংশ হিসেবে এলজিইডি থেকে এ দাবি পূরণের উদ্যোগ নেয়া হয়।
ইতোমধ্যে রাস্তা প্রশস্তকরণের কাজ পুরোদমে শুরু হয়েছে। কিন্তু ফরক্কাবাদ বাজার চৌরাস্তা এলাকায় একটি অবৈধ দোকানের কিছু অংশের কারণে ডিজাইন অনুযায়ী কাজ করা যাচ্ছে না। ওই অবৈধ স্থাপনাটির মালিকপক্ষ পেশীশক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ কাজ বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ উঠেছে। এতে করে বাজার ব্যবসায়ী এবং এলাকার সচেতন মহলসহ সর্বস্তরের জনগণের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বালিয়া ইউনিয়নের মূল প্রাণকেন্দ্র হলো ফরক্কাবাদ বাজার। এখানে একটি করে কলেজ, হাইস্কুল, প্রাইমারী স্কুল,আলিম মাদ্রাসা, কেন্দ্রীয় জামে মসজিদ, ঈদগাহ, ব্যাংক, ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং ভূমি অফিসসহ ৮টি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থীসহ অগণিত মানুষের যাতায়াত ফরাক্কাবাদ বাজারে। ফলে গুরুত্বপূর্ণ এই বাজারের চৌরাস্তা থেকে বালিয়া বাজার চৌরাস্তা পর্যন্ত এলজিইডির রাস্তা নির্মাণ কাজ চলমান রয়েছে। ভবিষ্যতের কথা চিন্তা করে বাজারের পশ্চিম দিকের রাস্তার দুই পাশের ব্যবসায়ীরা রাস্তার জন্যে তাদের সামনের জায়গা ছেড়ে দিলেও চৌরাস্তার মুখে পশ্চিম দিকে যাতায়াতে একটি অবৈধ স্থাপনা রয়েছে। অথচ তারা কোনোমতেই রাস্তার জন্যে জায়গা ছাড়ছে না।
বাজারের ব্যবসায়ী ও সাবেক মেম্বার বীর মুক্তিযোদ্ধা জামাল ঢালী, বাজার কমিটির সভাপতি মোঃ রফিক মিয়াজী, ব্যবসায়ী সফিকুর রহমান, মোঃ মনির তালুকদার, জাকির তালুকদারসহ বেশ ক’জন জানান, প্রশস্ত রাস্তাটি আমাদের দীর্ঘদিনের দাবি ছিলো। বাজারে শৃঙ্খলা এবং এলাকার উন্নয়নে এ রাস্তাটির প্রশস্তকরণ আমাদের জন্য খুবই দরকার । পশ্চিম দিকে দুই পাশের ব্যবসায়ীরা রাস্তা নির্মাণে তাদের সামনের অংশ ছেড়ে দিয়েছেন। কিন্তু মৃত খালেক তপাদারের ছেলেরা তাদের মালিকানাধীন ওই অবৈধ স্থাপনার সামান্য একটু অংশ কিছুতেই সরাচ্ছে না। এ জন্যে রাস্তা প্রশস্তকরণ কাজ বন্ধ রয়েছে। এটি হতে পারে না। রাস্তা নির্মাণ হলে দুপাশের ব্যবসায়ীরাই সুবিধা ভোগ করবে। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে দুই পাশের ব্যবসায়ীদেরকে সোজা রাস্তা করার জন্যে ছাড় দেয়া উচিত।
ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ভাই ডাঃ ইমাম উদ্দিন ঢালী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগের সাধারণ সম্পাদক মঞ্জিল হোসেন খান, ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মহিউদ্দিনসহ অন্যরা জানান, ফরক্কাবাদ চৌরাস্তা বাজারের রাস্তাগুলো প্রশস্ত না হওয়ায় এখানে সবসময় যানজট লেগে থাকে। স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের আসা-যাওয়ায় প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে বাজারের এই রাস্তার প্রশস্তকরণ কাজ শুরু হওয়ায় ইউনিয়নবাসী খুবই খুশি। কিন্তু খালেক তপাদারের ছেলেরা রাস্তার সৌন্দর্যের জন্যে তাদের দোকানের কিছু অংশ ছেড়ে দিতে রাজি হচ্ছে না। ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান উদ্যোগ নিয়ে ওই স্থাপনা ভেঙে দিতে পারেন।
ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিয়াজি জানান, বাজারের রাস্তা প্রশস্ত না হওয়ায় আমাদের বিদ্যালয় এবং পাশর্র্^বর্তী কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা স্কুল চলাকালীন সময় রাস্তা পারাপারে বিড়ম্বনার শিকার হচ্ছে। তাই রাস্তাটি প্রশস্ত হওয়া খুবই জরুরি।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম তালুকদার বলেন, রাস্তাটি প্রশস্ত হলে বাজারের সব ব্যবসায়ীরই উপকার হবে। এখানে একটি কলেজ, একটি উচ্চ বিদ্যালয় এবং একটি মাদ্রাসা রয়েছে। অথচ ফরক্কাবাদ বাজারের রাস্তাগুলো প্রশস্ত না হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করতে খুবই বিড়ম্বনার শিকার হচ্ছে।
বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল্লাহ পাটোয়ারী বলেন, আমরা রাস্তার কাজ চলমান রাখতে তাদের অবৈধ স্থাপনার কিছু অংশ সরিয়ে নিতে বলেছি। এ বিষয়ে তারা আমাদের কাছ থেকে একমাস সময় চেয়েছেন। কিন্তু এজন্যে তো সরকারি কাজ বন্ধ রাখা যাবে না। বিষয়টি নিয়ে তাদের সাথে কথা বলবো।