• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির উপদেষ্টা ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন ও হেলাল উদ্দিন মিয়াজী

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির উপদেষ্টা হলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, হাজীগঞ্জের কৃতী সন্তান ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন এবং হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী।
সমিতির সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন ও আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীকে উপদেষ্টা হিসেবে মনোনিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কামরুজ্জামান টুটুল। সাধারণ সম্পাদক খন্দকার আরিফের সঞ্চালানায় সভায় এদিন বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময় থেকে ব্যক্তি পর্যায়ে আর্থিক সহযোগিতাসহ উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের পাশে দাঁড়িয়েছে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি।

সর্বাধিক পঠিত