• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

৮২ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ৭৮ বছরের স্ত্রীর যৌতুকের মামলা

প্রকাশ:  ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

স্বামী, জামাইসহ মোট ৬ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই বৃদ্ধা। তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে যৌতুকবিরোধী আইনে মামলা দায়েরের পর তদন্ত শুরু করেছে পুলিশ।

গণেশের ছেলে রজনীশ জানিয়েছেন, তার মা কোনো আত্মীয়ের প্রভাবেই এমন কাণ্ড ঘটিয়েছেন। তার কথায়, ‘আমার বাবা অবাক হয়ে গিয়েছেন যে তার বিরুদ্ধে যৌতুকবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে।

প্রতিবেশীদের বক্তব্য, গণেশ লাঠি ছাড়া চলতে পারেন না। সেই গণেশের বিরুদ্ধে এমন মামলা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

গণেশের আইনজীবী শিবেন্দ্রকুমার পাণ্ডের দাবি, এক্ষেত্রে যৌতুকবিরোধী আইনের অপব্যবহার করা হয়েছে। তিনি বলেন, ‘বিয়ের এত বছর পর যৌতুক নিয়ে অভিযোগ তোলার কোনো মানে হয় না। বর্তমানে বিষয়টি বিচারাধীন। এই সমস্যা যাতে সমঝোতার মাধ্যমেই মিটে যায়, সেই চেষ্টা চলছে।’