• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সরকারি কলেজে সরস্বতী পূজা উদ্যাপন

প্রকাশ:  ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট


ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুর সরকারি কলেজে ৫ ফেব্রুয়ারি শনিবার সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব সরস্বতী পূজার আয়োজন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে কলেজের শিক্ষার্থীরা বাণী-অর্চনাসহ নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করে। ৪ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টায় কলেজ লাইব্রেরী প্রাঙ্গণে অস্থায়ী পূজাম-পে প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে পূজার কর্মসূচির শুভ সূচনা ঘটে। শনিবার সকাল সাড়ে ৭টায় আরম্ভ হয় পূজা। সকাল ১০ টায় পুষ্পাঞ্জলি প্রদান এবং বেলা ১২টায় প্রসাদ বিতরণ করা হয়।
প্রকৃতির আনন্দধারায় সপ্ত সুরের মূর্ছনা নিয়ে বীণা পুস্তক, রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবীর আগমনীতে, শ্রীপঞ্চমী তিথিতে চাঁদপুর সরকারি কলেজের পূজারীবৃন্দ শ্রীশ্রী সরস্বতী মায়ের পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। মাতৃবন্দনার এ আয়োজনে উপস্থিত সকলকে কলেজ পরিবার ও পূজা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
এ সময় কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, পূজা কমিটির আহ্বায়ক ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিখিল চন্দ্র সাহাসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত