• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাতপাখা প্রতীকে অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থীদের সম্মাননা

দুর্নীতিবাজ ভোট ডাকাতদের বিরুদ্ধে ইসলামী আন্দোলন লড়াই করে চলছে: মুফতি সৈয়দ মুহাঃ ফয়জুল করীম শায়েখে চরমো নাই

প্রকাশ:  ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর জেলায় ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকে অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থীদের সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
৬ ফেব্রুয়ারি রোববার সকালে জেলা ইসলামী আন্দোলনের আয়োজনে হাজীগঞ্জ শহরের দারউল কারীম কমপ্লেক্সে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানবতার সেবায় কাজ করছে। আমরা দেশের গণমানুষকে সাথে নিয়ে এ দেশে একটি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চাই। আজ দেশের মানুষ ইসলামী আন্দোলনের প্রতি আস্থা ও বিশ্বাস রাখছেন। জনগণ দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে ভোটের মাধ্যমে নিষ্ঠাবান, সৎ ব্যক্তিকে জনপ্রতিনিধি করতে চায়। কিন্তু তারা তাদের ভোট প্রয়োগ করতে পারছে না। সারা বাংলাদেশের প্রায় প্রতিটি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে প্রার্থী দিয়েছেন। কিন্তু জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জনগণ যদি ভোট দিতে পারতো, অসংখ্য ইউনিয়নে হাতপাখা প্রতীকের চেয়ারম্যান নির্বাচিত হতো।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময়ই সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত দুর্নীতিবাজ ভোট ডাকাতদের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ লড়াই করে যাবে।
জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদ সানীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ বড় মসজিদের সাবেক খতিব মাওলানা আব্দুর রউফ, জেলা ইসলামী আন্দোলনের নির্বাহী সদস্য মাওঃ নুরুল আমিন, মাওলানা যোবায়ের আহমাদ, আলহাজ্ব শাহজাহান খান, জেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী মাওলানা বেলাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, অর্থ সম্পাদক মামুন-উর-রশিদ বেলাল, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, যুব আন্দোলনের সাধারণ সম্পাদক এইচএম নিজাম, ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সেলিম হোসাইন, ইসলামী আন্দোলনের নেতা বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন।
এছাড়াও ইসলামী আন্দোলনের বিভিন্ন উপজেলা দায়িত্বশীল ও চেয়ারম্যান প্রার্থীগণ বক্তব্য রাখেন।

 

সর্বাধিক পঠিত