• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জের সাবেক মেয়র মঞ্জিলের পিতৃবিয়োগ

প্রকাশ:  ০২ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেনের পিতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুল আলী পাটওয়ারী (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। ২ ফেব্রুয়ারি বুধবার বাদ জোহর ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে মরহুমের জানাজা পড়াবেন হায়দরগঞ্জের প্রখ্যাত আলেম আওলাদে রাসুল। এই তথ্য নিশ্চিত করেছেন মরহুমের ছেলে ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন।
জানা গেছে, ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি ঢাকার পিজি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়েসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বর্ণাঢ্য কর্মময় জীবনে হাজী আব্দুল আলী প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন এবং পাশাপাশি তিনি বাসস্ট্যান্ড জামে মসজিদের প্রতিষ্ঠাতা, কারিমিয়া আহাম্মদিয়া হিফয্ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছাড়াও ধর্মীয় এবং সামাজিক কর্মকা-ে অবদান রেখেছেন।
হাজী আব্দুল আলী পাটওয়ারীর মৃত্যুতে শোক জানিয়েছেন ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য, বিএনপির কার্যনির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক, শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব এমএ হান্নান, উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, সহ-সম্পাদক মজিবুর রহমান দুলাল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন, সাংগঠনিক সম্পাদক ডাঃ আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন প্রমুখ।