• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরস্থ হাজীগঞ্জ সমিতির বার্ষিক সাধারণ সভা

সভাপতি আলমগীর বাহার সম্পাদক লতিফ গাজী

প্রকাশ:  ৩১ জানুয়ারি ২০২২, ১২:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট


চাঁদপুরস্থ হাজীগঞ্জ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি শনিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব ভবনস্থ এলিট চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ ছাড়াও আয়-ব্যয়ের হিসাব তথা অডিট রিপোর্ট উপস্থাপন এবং নতুন কমিটি গঠন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন বাহার। পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার আবুল বাসার। স্বাগত বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা কাজী শাহাদাত। এরপর সাধারণ সম্পাদক তাঁর প্রতিবেদন উপস্থাপন করেন। উপস্থাপিত প্রতিবেদনের উপর উন্মুক্ত আলোচনা হয়। বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা আলহাজ¦ অ্যাডঃ ইকবাল-বিন-বাশার। উপস্থিত বেশ কজন সদস্য প্রতিবেদনের উপর আলোচনা রাখেন এবং সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। অডিট রিপোর্ট উপস্থাপন করেন সমিতির শিক্ষা বিষয়ক সম্পাদক ও অডিট কমিটির আহ্বায়ক অধ্যাপক সাইদুজ্জামান। অডিট রিপোর্টের উপরও উন্মুক্ত আলোচনা হয়। এরপর উপস্থাপিত অডিট রিপোর্ট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
সবশেষে আগামী তিন বছরের জন্যে সমিতির কার্যকরি কমিটি গঠন করা হয়। মোহাম্মদ আলমগীর হোসেন বাহারকে পুনরায় সভাপতি মনোনীত করা হয়। আর মোঃ লতিফ মিয়া গাজীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
সমিতির ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে- সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন বাহার, সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ আবদুর রহমান, সহ-সভাপতি ডাঃ মোঃ মোজাম্মেল হক পাটওয়ারী, মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ লতিফ মিয়া গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদ আহমেদ মিঠু, অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মজুমদার, সহ-অর্থ সম্পাদক ফখরুল ইসলাম কালু, দপ্তর সম্পাদক মোঃ সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক টিএম রোকোনুজ্জামান বাঁধন, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাইদুজ্জামান, মহিলা সম্পাদক ফারহানা জাফর রুমা, ধর্ম সম্পাদক মোঃ ইসমাইল হোসাইন, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক শরীফ মাহমুদ চিশতী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ শাহজালাল খান, আইন সম্পাদক অ্যাডঃ শহীদুল্লাহ পাটওয়ারী, সমবায় সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন, নির্বাহী সদস্য সরদার আবুল বাসার, এএইচএম আহসান উল্লাহ, ডাঃ মোঃ মাসুদ হাসান, অ্যাডঃ শাহাদাৎ হোসেন ও অ্যাডঃ শাহাদাৎ শাওন।
সভায় সদস্যরা মতামত দেন- বছরব্যাপী যাতে সমিতির কার্যক্রম চলমান থাকে। শিক্ষামূলক, সামাজিক ও মানবিক কর্মকা-ও যেনো সমিতির পক্ষ থেকে নেয়া হয়। একইসাথে চাঁদপুর শহরে হাজীগঞ্জের যারা বসবাস করছেন তাদেরকে এই সমিতিতে অন্তর্ভুক্ত করে এর পরিসর যেনো আরো বড় করা হয় এবং চাঁদপুরস্থ হাজীগঞ্জবাসী সকলের মাঝে যেনো ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দপূর্ণ সম্পর্ক অটুট থাকে।

সর্বাধিক পঠিত