• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

দেশে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়ালো

প্রকাশ:  ১৬ এপ্রিল ২০২১, ১১:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮১ জনে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ১৯২ জন। এতে মোট শনাক্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৩৬২ জনে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। এর মাত্র একমাস পর ২০ এপ্রিল মৃতের সংখ্যা ১০০ ছাড়ায়। পরে  মাত্র ২০ দিনে অর্থাৎ ১০ জুন তা হাজার ছাড়িয়েছিলো।
মাস না পেরোতেই ৫ জুলাই আরও এক হাজার মানুষ যোগ হয়ে মৃত্যুতালিকা দীর্ঘ করে দুই হাজারে নিয়ে যায়। তালিকায় আরও এক হাজার যোগ হতে লেগেছিলো মাত্র ২৩ দিন। ২৮ জুলাই সেই সংখ্যা তিন হাজারে পৌঁছায়।
গত বছরের ২৫ আগস্ট মৃত্যুর সংখ্যা চার হাজারে পৌঁছে। এরপর ২২ সেপ্টেম্বর করোনাভাইরাসে দেশে মৃত্যু পাঁচ হাজার ছাড়ায়। ৪ নভেম্বর তা ছয় হাজার ছাড়িয়েছিলো।
আরও এক হাজার বাড়তে সময় লাগে ৩৮ দিন। ১২ ডিসেম্বর মৃত্যুর সংখ্যা সাত হাজার ছাড়ায়। ২০২১ সালের ২৩ জানুয়ারি তা আট হাজার ছাড়ায়। ৩১ মার্চ মৃত্যুর সংখ্যা নয় হাজারে পৌঁছে। ১০ হাজার ছুঁতে সময় লাগলো মাত্র ১৫ দিন।
সূত্র : ঢাকা পোস্ট।

 

সর্বাধিক পঠিত