জাতীয়তা গোপন করার অভিযোগ এনে
অজয় ভৌমিককে জেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি
একাত্তরের রণাঙ্গণের বীরযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা, হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিককে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য পদসহ দলের জেলার পদ থেকে অব্যাহতি দিয়েছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ শাহআলম মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। ৬ মার্চ তারিখে স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তির ৭নং সিদ্ধান্তে উল্লেখ করা হয় ‘জাতীয়তা গোপন করে অসৎ উপায়ে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য পদ লাভ করা চাঁদপুর জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিককে প্রাথমিক সদস্য পদ ও স্বীয় দলীয় জেলা পদ থেকে অব্যাহতি প্রদান পূর্বক কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং প্রশাসনের সর্বস্তরে অবহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।’ এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা কার্যকরী কমিটির সভা ৫ মার্চ সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভাপতির বাসভবনে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। এ সভায়ই অজয় কুমার ভৌমিকের বিষয়ে উক্ত সিদ্ধান্ত নেয়া হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, সভায় নেয়া ৭টি সিদ্ধান্তের মধ্যে অজয় কুমার ভৌমিকের সিদ্ধান্তটি ছিলো আলোচিত।