করোনা পজিটিভ রোগীর দ্বিতীয় নমুনা পরীক্ষা করতে জাতীয় টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত
প্রকাশ: ৩০ জুন ২০২০, ০৯:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
করোনা পজিটিভ রোগীদের দ্বিতীয়বার নমুনা পরীক্ষার ব্যাপারে নতুন সিদ্ধান্ত দিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় টেকনিক্যাল কমিটি। এ কমিটি থেকে জানানো হয়, কোভিড রোগী সুস্থ হওয়ার লক্ষণ হচ্ছে_পর পর তিনদিন অর্থাৎ ৭২ ঘণ্টা কোনো উপসর্গ না থাকলে (প্যারাসিটামল জাতীয় ঔষধ ছাড়া জ্বর কমে গেলে, কাশি বা শ্বাসকষ্টজনিত সমস্যার উল্লেখযোগ্য উন্নতি হলে) এবং নমুনা পজিটিভ হওয়ার ১০ দিন অতিক্রান্ত হলে এই রোগী সুস্থ হিসেবে বিবেচিত হবে। এসব ক্ষেত্রে দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করতে হবে না। আর তখন রোগীদেরকে সুস্থতার সার্টিফিকেট দিবে স্ব স্ব হাসপাতাল কর্তৃপক্ষ।