• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সদরে আক্রান্ত তিনশ' ছাড়াল সুস্থ হয়েছেন ১০৯

প্রকাশ:  ২৭ জুন ২০২০, ১৩:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলায় করোনা ভাইরাসে রোগীর সংখ্যা ৩শ' ছাড়িয়ে গেছে। গতকাল পর্যন্ত এ সংখ্যা ৩শ' ১ জন। এর মধ্যে চাঁদপুর শহরেই হবে আড়াইশ'র উপরে। বাদবাকীগুলো উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে। আক্রান্তদের মধ্য থেকে মারা গেছেন ১৪ জন। আর গতকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ১শ' ৯ জন। অন্যরা হাসাপাতালসহ নিজেদের বাসা-বাড়িতে হোম আইসোলেশনে আছেন। এ তথ্য জানালেন চাঁদপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন।


চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭শ' ৫১ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩শ' ১ জন। শতকরা হারে জেলার ৪০.০৬ ভাগ রোগীই চাঁদপুর সদরের। বাদবাকী সাড়ে ৪শ' করোনা রোগী জেলার অন্য ৭ উপজেলায়। এদিকে চাঁদপুর সদর উপজেলায় রোগীর সংখ্যা এতো বেড়ে যাওয়ার কারণ অনুসন্ধান করে জানা গেছে, বিভিন্ন উপজেলা থেকে মানুষজন করোনা উপসর্গ নিয়ে রোগীদেরকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে। এজন্যে সদরে রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।

সর্বাধিক পঠিত