ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ-ভারত সীমান্ত
সাতসকালেই ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তে এ কম্পন অনুভূত হয়।
ভূমিকম্প নির্দেশক ওয়েবসাইট আর্থকোয়াকট্র্যাক ডটকমের তথ্য অনুসারে, ভূকম্পনের উৎস ছিল নেত্রকোনার ৪১ কিলোমিটার পূর্বে ও ভূপষ্ঠের ৩০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ২। তবে ভারতীয় সংবাদমাধ্যমে ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৩ বলা হচ্ছে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মেঘালয়ের দক্ষিণপশ্চিম চেরাপুঞ্জিতেও অনুভূত হয়েছে এই ভূমিকম্প৷ তবে এতে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গত সপ্তাহের হরিয়ানার রোহতকে একঘণ্টার মধ্যেই আঘাত হেনেছিল দুটি ভূমিকম্প। প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৫ এবং দ্বিতীয়টির ২ দশমিক ৯। এছাড়া, গত মাসে আরও কয়েকবার ভূমিকম্পে কেঁপেছে ভারত।