বিভিন্ন ব্র্যান্ডের ৪৩টি পণ্য নিষিদ্ধ করল বিএসটিআই
বিভিন্ন ব্র্যান্ডের ৪৩টি পণ্য নিষিদ্ধ করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ তালিকায় রয়েছে কয়েকটি সুপরিচিত ব্র্যান্ড ও কয়েকটি অঞ্চলভিত্তিক ব্র্যান্ডের পণ্য।
বিএসটিআই আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খোলাবাজার থেকে পণ্য কিনে পরীক্ষাগারে পরীক্ষা করে বাংলাদেশ মানের (বিডিএস) নিম্নমানের পাওয়ায় এসব পণ্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বিএসটিআই আরও জানিয়েছে, পণ্যগুলোর মান উন্নত করে নতুন করে অনুমোদন ছাড়া উৎপাদনকারী, সরবরাহকারী, পাইকারি ও খুচরা বিক্রেতাদের বিক্রি-বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি উৎপাদনকারীদের বাজার থেকে বিক্রিত মালামাল তুলে নিতে হবে।
বিএসটিআইয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে সংস্থাটি বিভিন্ন পণ্যের ৫২১টি নমুনা সংগ্রহ করে। এর মধ্যে প্রথম ধাপে প্রাপ্ত ২৫১টি নমুনা পরীক্ষা করে ১৭টি নিম্নমানের পাওয়া যায়। যা আগেই নিষিদ্ধ করা হয়েছে। বাকি ২৭০টি নমুনা পরীক্ষা করে ৪৩টি নিম্নমানের পাওয়া যায়। এসব পণ্যের সংশ্লিষ্ট ব্যাচ/উৎপাদনের তারিখ/লটের বিক্রিত নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়।
যেসব পণ্য নিম্নমানের পাওয়া যায় সেগুলো হলো নরসিংদীর অন্নপূর্ণা অয়েল মিলসের সুরেশ ব্র্যান্ডের শর্ষের তেল (উৎপাদন, তারিখ ১২/২০১৯), ময়মনসিংহের মুক্তাগাছার বেঙ্গল অয়েল মিলসের চাওলি ফ্লাওয়ার ব্র্যান্ডের শর্ষের তেল (উৎপাদন তারিখ ০৯-০২-২০২০), ময়মনসিংহের বিএল অয়েল মিলসের রুবি ব্র্যান্ডের শর্ষের তেল (উৎপাদন তারিখ: ০৪-১১-২০১৯), ময়মনসিংহের পদ্মা অয়েল মিলসের হিলসা ব্র্যান্ডের শর্ষের তেল (উৎপাদন তারিখ: ০১/০১/২০২০), ময়মনসিংহের রূপন অয়েল মিলসের রিং ব্র্যান্ডের শর্ষের তেল (উৎপাদন তারিখ: ০১/০৩/২০২০), নরসিংদীর লোকনাথ অয়েল মিলসের টাইগার ব্র্যান্ডের শর্ষের তেল, জামালপুরের আলী ন্যাচারাল অয়েল মিলস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কল্যাণী ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল (উৎপাদন তারিখ: ১৫/০৩/২০২০), গাজীপুরের ময়মনসিংহ অ্যাগ্রো লি.–এর সান ড্রপ ব্র্যান্ডের ফ্রুট অ্যান্ড ভেজিটেবল জুস (অ্যলো ভেরা) (উৎপাদন তারিখ: ১০/০৮/২০১৯), নারায়ণগঞ্জের ড্যানিশ ফুডসের ড্যানিশ ব্র্যান্ডের ধনেগুঁড়া (উৎপাদন তারিখ: ২৪/০২/২০২০), নারায়ণগঞ্জের ড্যানিশ ফুডসের ড্যানিশ ব্র্যান্ডের কারি পাউডার (বিফ মাসালা) (উৎপাদন তারিখ: ১৩/০৯/২০১৯), নারায়ণগঞ্জের ড্যানিশ ফুডস লিমিটেডের ড্যানিশ ব্র্যান্ডের কারি পাউডার (চিকেন মাসালা) (উৎপাদন তারিখ: ১২/০৯/২০১৯), নারায়ণগঞ্জের বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড-২–এর বোম্বে আলুজ ব্র্যান্ডের চিপস (আলুজ) (উৎপাদন তারিখ: ফেব্রুয়ারি, ২০২০), নারায়ণগঞ্জের আইডিয়াল অ্যাগ্রো প্রোডাক্টস (প্রা.) লিমিটেডের আইডিয়াল ব্র্যান্ডের কারি পাউডার (উৎপাদন তারিখ: ০২/০৫/২০১৯), নেত্রকোনার প্রিয়া ফুড প্রোডাক্টসের প্রিয়া স্পেশাল ব্র্যান্ডের প্রিয়া লাচ্ছা সেমাই, ঢাকার ধামরাইয়ের সাউদিয়া ফুড প্রোডাক্টস (প্রা.) লিমিটেডের সাউদিয়া ব্র্যান্ডের লাচ্ছা সেমাই, ঢাকার ফোর স্টার ফুড প্রোডাক্টসের ফোর স্টার ব্র্যান্ডের কারি পাউডার (বারবিকিউ মাসালা) (উৎপাদন তারিখ: অক্টোবর, ২০১৯), ঢাকার এ জেড এ আইডিয়াল অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ (প্রা.) লিমিটেডের এ জেড এ আইডিয়াল ব্র্যান্ডের কারি পাউডার (মিট কালা ভুনা মাসালা) (উৎপাদন তারিখ: ০১/০২/২০১৯), নারায়ণগঞ্জের সুরভী সল্ট আয়োডেশনের ডলফিন ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (উৎপাদন তারিখ: নভেম্বর, ২০১৯), নারায়ণগঞ্জের সপ্তডিঙ্গা সল্ট ইন্ডাস্ট্রিজের মেয়র ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (উৎপাদন তারিখ: ১৫/০৪/২০১৮), নারায়ণগঞ্জের পূবালী সল্ট ইন্ডাস্ট্রিজের পূবালী ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (উৎপাদন তারিখ: জুন, ২০১৯), নারায়ণগঞ্জের আলী সল্ট ইন্ডাস্ট্রিজের টমেটো ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (উৎপাদন তারিখ: ০১/১০/২০১৮), নারায়ণগঞ্জের নিউ কোয়ালিটি সল্ট ইন্ডাস্ট্রিজের তৃপ্তি ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (উৎপাদন তারিখ: ০৫/২০১৯), নারায়ণগঞ্জের প্রগতি সল্ট ইন্ডাস্ট্রিজের দিগন্ত ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (উৎপাদন তারিখ: ০৩/২০১৭), নারায়ণগঞ্জের আলী সল্ট ইন্ডাস্ট্রিজের আলী ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (উৎপাদন তারিখ: ০১/১০/২০১৮), নারায়ণগঞ্জের শক্তি এডিবল প্রোডাক্টসের শক্তি ব্র্যান্ডের শর্ষের তেল (উৎপাদন তারিখ: ০৭/১০/২০১৯), গাজীপুরের তুরাগ অয়েল মিলসের তুরাগ ব্র্যান্ডের সরিষার তেল (উৎপাদন তারিখ: জানুয়ারি, ২০২০), নারায়ণগঞ্জের এস কে অ্যাগ্রো ফুড প্রসেসরের শর্ষের তেল (উৎপাদন তারিখ: ২০/০৪/২০১৯), ঢাকার প্রমি অ্যাগ্রো ফুডসের প্রমি ব্র্যান্ডের শর্ষের তেল (উৎপাদন তারিখ: ০২/০২/২০২০), রংপুরের বদরগঞ্জের আনিস স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড পাম অয়েল, লালমনিরহাটের পাটগ্রামের ঈসমাইল স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড পাম অয়েল, লালমনিরহাটের পাটগ্রামের গরিবুল্লাহ শাহ স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড সয়াবিন অয়েল, ঢাকার আরামবাগের ফিহাত ইন্টারন্যাশনাল ট্রেডার্সের আমদানি করা রিফাইন্ড সুগার, ঢাকার আরামবাগের ফিহাত ইন্টারন্যাশনাল ট্রেডার্সের আমদানি করা অটোগি কারি হট ব্র্যান্ডের কারি পাউডার (উৎপাদন তারিখ: ২৯/১২/২০১৯), রাজশাহীর নওদাপাড়ার ছন্দা ফিলিং স্টেশনের হাই স্পিড ডিজেল, রাজশাহীর নওদাপাড়ার জিএম ফিলিং স্টেশনের হাই স্পিড ডিজেল, রাজশাহীর পবার মতিউর ফিলিং স্টেশনের হাই স্পিড ডিজেল, রাজশাহীর নওদাপাড়ার ছন্দা ফিলিং স্টেশনের আনলোডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন), রাজশাহীর নওদাপাড়ার ছন্দা ফিলিং স্টেশনের আনলোডেড মোটর গ্যাসোলিন-রেগুলার (পেট্রোল), রাজশাহীর নওদাপাড়ার জিএম ফিলিং স্টেশনের আনলোডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন), রাজশাহীর নওদাপাড়ার জিএম ফিলিং স্টেশনের আনলোডেড মোটর গ্যাসোলিন-রেগুলার (পেট্রোল), রাজশাহীর পবার আসাদুল্লাহ অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের আনলোডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন), রাজশাহীর পবার আসাদুল্লাহ অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের আনলোডেড মোটর গ্যাসোলিন-রেগুলার (পেট্রোল) এবং রাজশাহীর পবার মতিউর ফিলিং স্টেশনের আনলোডেড মোটর গ্যাসোলিন-রেগুলার (পেট্রোল)।